বড্ড ইচ্ছা জাগে জানিতে...


 

বড্ড ইচ্ছা জাগে জানিতে...দেবদাসের মৃত্যুর পর পার্বতী কী সব ভুলিয়া সংসার নিয়া ব্যস্ত ছিল নাকি দেবদার স্মৃতি মনে করিয়া জীবনের শেষ অবধি ধুকে ধুকে রাত্রির সমস্তটাই অবসান করিয়াছিল।


আমি কবিতা উপন্যাস পছন্দ করি তাই বলে অবাস্তব কল্পনা করি না।আমি মানুষ কোন যন্ত্র বা দেবি না।বাস্তব যতই কঠিন হয় না কেন সবাইকে বাস্তবটা মেনে নিতেই হয়।


কিন্তু তুমি আমাকে আগাছার মত ঝেড়ে ফেললে।হিসাব বিজ্ঞানে তুমি বড়ই পাকা।কোন এক বসন্তে ঝড়া নোংরা পাতা কেউ পরিষ্কার অবশ্যই করবে জানতাম।

দেব আমি আর লিখতে পারছি না

No comments:

Post a Comment