ভালোবাসার ছোটো ইতিহাস আবু মোতালেব
- কী হয়েছে? - কিছু না তো! - দুদিন থেকে দেখছি! এড়িয়ে চলছিস কেনো? - কোথায়? সব ঠিকঠাক আছে। - মুখ দেখে সব বুঝতে পারি। বল! - তাই! - হ্যাঁ তাই। বল এবার? - কিছু না। - বলবি! নাকি আমি চলে যাবো? - কোথায় যাবি? - তাতে তোর কী? - সেই। - বল না কী হয়েছে? - তোর আমার সাথে ভিডিও কল করতে ভালো লাগেনা,আমি বললে সবসময় কিছু না কিছু বলে কাটিয়ে দিস... অথচ... অথচ তোর ওই বন্ধুটা...! - কোন বন্ধু? - ওই তো ওটা! - অমিত? - হ্যাঁ! ওর সাথে ভিডিও কল করিস। - হ্যাঁ করি তো! - জানি। আর তার স্ক্রিনশট আমাকে পাঠাস। - হ্যাঁ পাঠাই। - তুই বুঝিস না আমার কষ্ট হয়। - কেনো? - আমার প্রিয় মানুষটা অন্যকারোর সাথে ভিডিও কল করে অথচ আমার সাথে করেনা। - এই! তুই কী ভাবছিস! আমি ওর সাথে... - না। আমি একদমই ওসব ভাবছিনা। তোকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি আর তুই ওসব করলে আমাকে স্ক্রিনশট পাঠাবি কেনো! কিন্তু আমার কষ্ট হয়। - কেনো? - আমি জানিনা। আমার হয়। ব্যাস! - কিন্তু তুই তো আগে বলিসনি এটা। - না। আমি তোকে নিজের মতো করে থাকতে দিতে চেয়েছি। আমি কখনও চাইনি সম্পর্কটা আমাদের কাছে বদ্ধঘরে থাকার মতো হয়ে যাক। তাই তোর ইচ্ছে, তোর অনুভূতিগুলোকে মর্যাদা দিয়েছি। কিন্তু তোরও তো কোথাও দায়িত্ব থাকে আমার অনুভুতিগুলোর দাম দেওয়ার। - পারবো না। - সেই জন্যেই তো কষ্টগুলোকে নিজের মধ্যেই রেখে দিয়েছি। - তাই রাখ। - বেশ। - হ্যাঁ! শুধুমাত্র অনুভূতিগুলোকে মর্যাদা দিতে গিয়ে আমি হাইপোথেটিক্যাল হতে পারবোনা। - সম্পর্ক, ভালোবাসায় সবসময় প্রাক্টিক্যালিটি দিয়ে সব কিছু বিচার করা যায়না কখনো কখনো হাইপোথেটিক্যাল হতে হয়। - পারবো না। - আমি জানি। তাই তো কিছু বলিনি, তুইই জানতে চাইলি। আমার খুব রাগ হয়, কষ্ট হয় যখন আমি ছাড়া তোকে কেউ কোনো গিফট দেয় বা তোর সাথে কলে কথা বলে বা ভিডিও কল করে কিন্তু আমি তোর খুশির উপর কখনও কিছু বলিনি, বলিনা। কারন আমার কাছে আমার রাগ, দুঃখ, কষ্ট এসবের অনেক আগে তুই আর আমাদের সম্পর্কটা। তুই আমার অনুভূতিগুলোকে বারবার মাড়িয়ে চলে যাওয়ার পরও তোর উপর রাগ হয়না আমার, কারণ তোকে আমি ভালোবাসি। আমি জানি তুই আমাকে ভালোবাসিস তবুও তোকে হারানোর ভয়টা আমার মধ্যে সবসময় কাজ করে... - সরি। - তোকে সরি বলতে হবেনা। এরকম ভাবেই সবসময় আমার হয়েই থাক। - ভালোবাসি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment