নারী তুমি সহধর্মিণী কবিতা আবু মোতালেব
নারী, ~তুমি হাসলে দোষ নারী, তুমি কাঁদলেও দোষ নারী, তুমি সাজলে দোষ নারী, তুমি না সাজলেও দোষ বেমানান নারী, তুমি খেলে দোষ নারী, তুমি না খেলেও দোষ নারী, তুমি কাঁদলে হয় ডং নারী, তুমি না কাঁদলে বেহায়া নারী, তুমি মা হলেও দোষ নারী, তুমি মা না হলেও দোষী নারী, সত্যি তুমি বেমানান গো এই সমাজ তোমার দোষটাই দেখলো, এই সমাজ পারলো না তোমার মর্যাদা দিতে পারলোনা তোমায় সঠিক বিচার দিতে নারী তুমি হ্মমা করে দিও পারিনি তোমাকে সযত্নে রাখতে পারিনি তোমাকে আজও স্বাধীন করতে তবু তুমি থাকবে অন্তরে কারণ তুমি তো মা, তুমি তো বোন,তুমি তো কণ্যা, তুমি তো সহধর্মিণী
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment