ভালো থাকা
একটুখানি ভাল থাকার জন্য,একটুখানি ভাল রাখার জন্য,পৃথিবীর সব মানুষই স্বার্থপর!এমনকি সব জীব জন্তুও!কারো খারাপ লাগার জায়গাতে কাউকে বেশিক্ষন বেঁধে রাখা যায়না।চাপে পড়ে কিংবা বাধ্য করিয়ে হয়তো কিছুটা সময় তাকে আটকে রাখা যায়,কিন্তু সুযোগ পেলেই সেই মানুষটি ঠিকই তার খারাপ লাগা জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবেই নেবে।এটিই চরম সত্যি।
প্রত্যেকটা মানুষই কোন না কোন মানুষের প্রতি প্রচন্ড দূর্বল থাকে,প্রচন্ড ভালও বাসে।শত অবহেলার পরেও মানুষটি কখনই চায়না তাকে হারাতে কিংবা দূরে সরিয়ে দিতে।নিজের সবটুকু চেষ্টা দিয়ে হলেও সেই মানুষটি তার হঠাৎ করে পাওয়া একটুখানি ভাল থাকাকে ফিরে পেতে চায়।সেই সুখটুকু সারা অঙ্গে মেখে নিয়ে জনম জনম কাটিয়ে দিতে চায়।কিন্তু সেই সুখ,সেই ভাল থাকার বদলে দিনের পর দিন কাউকে ভীষনভাবে ঠকালে,প্রতারনা করলে,সেই মানুষটির মনে যে দূর্বলতাটা থাকে,তা দিনে দিনে ক্ষয়ে যায়।ভালবাসার জায়গাটিতে কঠোরতা তৈরি হয়।একসময় সবকিছু সহ্য করতে না পেরে চিরতরে হারিয়েও যায়।
ভাল থাকার ব্যাপারটাতে প্রত্যেকটা মানুষই স্বার্থপর।যেখানে ভাল থাকাটা হয়না,সেখানে কোন মানুষের ছায়ারও দেখা মিলেনা।আর পৃথিবীতে আমরা যা কিছুই করিনা কেন,সবটুকুর মূলে কিন্তু ওই ভাল থাকা আর ভাল রাখার জন্যই করি।সারাদিন,সারামাস অক্লান্ত পরিশ্রম করে,শেষবেলায় কেউই কিন্তু আশা করেনা দুঃখ পাবো,অথবা খারাপ থাকতে হবে।
আমরা মনে প্রাণে সেই অনিশ্চিত সম্ভাবনার মাঝেই প্রায়ই সুখ খুজতে যাই,যেখানে ভাল থাকার বদলে চিরকাল বিরহ বেদনার মাঝেই কাটিয়ে দিতে হবে,তবুও সেখানে ভাল থাকাটা খুঁজে বেড়াই।অসাধ্যকে সাধন করার ব্যাপারে আমরা বেশ মরিয়া,কিন্তু কাজের কাজ কোনটাই নয়।বারবার আঘাত পেয়েও বোকা মনটা বলে দেয়,ওই জায়গাটিই আমার জন্য বেষ্ট জায়গা।কিন্তু নাহ্,আপনি ভুলে পড়ে আছেন ভুল ভাবছেন আপনি!একদিন,দুইদিন ভাল থেকে বাকি ৩৬৩ দিনই মন্দ থাকাটাকে জীবন বলেনা,মানষিক স্বস্তি বলেনা।যত দ্রুত সম্ভব এই অনিশ্চিত সম্ভাবনাকে গুড বাই জানান,নিজের ভাল থাকার জন্য পার্মানেন্টলি একটা ঠিকানা খুজুন।চিরকাল ভাল থাকার জায়গাটা অর্জন করে নিয়ে ক্ষনিকের এই জীবনটাকে পূর্নতা দিন।
প্রথমবার,দ্বিতীয়বার,তৃত্বীয়বার,প্রচেষ্টার ফলেও যেখানে আপনি আপনার ভাল থাকাটা সুনিশ্চিত করতে পারেননি,সেখানে আপনার সারাজীবনের প্রচেষ্টাগুলোও বিফলে যাবে,এটুকু নিশ্চিত থাকুন!
আর এত প্রচেষ্টা করেও ব্যর্থ হবার পরেও যদি আপনার সেখান থেকে প্রস্থান নেবার মত মানষিকতা তৈরি না করতে পারেন,তবে আপনার ভাল থাকার আনন্দটা কখনই আপনাকে স্পর্শ করতে পারেনি,ভাল থাকতে কে না চায়?
সবাই ভাল থাকতে চায়।তবে ভাল থাকার জন্য সঠিক মানুষ,সঠিক সিদ্ধান্ত,নিজের সবটুকু প্রচেষ্টা, পরিশ্রম,আর আল্লাহপাকের অশেষ মেহেরবানীই আমাদের চিরকাল ভাল থাকাটা নিশ্চিত করে।

No comments:
Post a Comment