জীবন মানেই কাঁদা হাসা


 

এই সময়টা পেরিয়ে যাবে

ফুটবে আবার দিনের আলো, 

তোমরা যারা গোমড়া মুখে--

   একটুখানি হাসা ভালো। 

ভাবছো কেন দিনের শেষ? 

কেটেই যাবে আঁধার আবার, 

দিনের আলো দেখতে হলে 

  একটুতো করো মুখ বার !

আশা নিয়ে সবাই বাঁচে --

বাঁচিয়ে রেখো একটু আশা ;

নিভলে প্রদীপ চাঁদ আকাশে 

জীবন মানেই কাঁদা-হাসা.. 

No comments:

Post a Comment