ভাবনা
ভেবেছি তো অনেক কিছুই ,
অগোছালো ভাবনা ,
এলোমেলো চিন্তা,
ভাবিনিতো কখনও ,
কেনো আসে ভাবনা ?
না হয় আজ একটু,
অন্য ভাবেই ভাবা যাক ।
ছন্দ মিল করার বৃথাচেষ্টা ,
আজ না হয় তোলাই থাক ।
যত ভাবনা তত কথা।
হারিয়ে যায় ছন্দ,
আজ লেখা হোক,
এলোমেলো, যা খুশি তাই ।
কথার মেলায় হারিয়ে যাই ।
হয় না তা মন্দ।
নাই বা হলো অন্তমিল ,
নাই বা মিলল ছন্দ,
তাতে কি লেখা হোক
প্রাণ খুলে, কবিতার লাইন ভুলে,
আজ একটু অন্য
ভাবেই লেখা হোক ।
লেখা হোক আমার কথা ।
লেখা হোক তোমার কথা।
দূরে থাক গল্প কবিতা ।
শুধু ভরুক খাতার পাতা।
হোক আজ ভুল সব
শুধু হোক কথার মিছিল ।
হোক শব্দের কলরব
চাই না কোনো অন্তমিল ।

No comments:
Post a Comment