চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 1 ।

 


আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 1

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :

১. ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কী কী সমস্যা হতে পারে ?

উত্তর:- ১. শ্বাস প্রশ্বাস নিতে খুবই অসুবিধা হয়,
২. অল্প হাঁটাচলা করলেই হাঁপাতে থাকে,
৩. শ্বাসকষ্ট হয়,
৪.কোন শক্তির কাজ করতে পারে না ইত্যাদি।

২. বন্যপ্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায় লেখাে।

উত্তর :- ১.বন জঙ্গল কাটা যাবে না,
২.চোরা শিকার বন্ধ করতে হবে,
৩. বিলুপ্ত প্রায় প্রাণী সম্পদ রক্ষা করতে হবে,
৪. কঠোর আইন করতে হবে।

৩. একটি বরফে ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কীভাবে তৈরি হয় ?

উত্তর :- হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস থাকে। তাছাড়া ও হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠাণ্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়।

৪ একটি পুকুরের জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে আর অন্য কী কী ক্ষতি হতে পারে বলে তুমি মনে করাে তা লেখাে।

উত্তর :- জলজ উদ্ভিদ ছোট ছোট পোকা মাকড় মাছ ইত্যাদির ক্ষতি হতে পারে ।
জলজ বস্তত্ন্তের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, এর ফলে বন্য প্রাণী ও ওই জল পান করে ওই পুকুরের জল খেয়ে প্রান হারাতে পারে ইত্যাদি.....

এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:

Post a Comment