আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে :
১. যে গ্রহ তার নিজের অক্ষের চারদিকে উত্তর থেকে দক্ষিণে ঘােরে তার নাম ও দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর :- ইউরেনাস গ্রহ উত্তর থেকে দক্ষিনে ঘোরে ইউরেনাস গ্রহের দুটি বৈশিষ্ট্য হলাে-
১. মিথেন গ্যাস বেশি থাকায় এর রং সবুজ হয়।
২. এটি শীতলতম গ্রহ । গ্রহের উষ্ণতা-216 ডিগ্রি সেন্টিগ্রেড।
২. আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকিয়ে আঁকা হয়েছে কেন ?
উত্তর :- আন্তর্জাতিক তারিখ রেখা এমন একটি রেখাযার পূর্ব দিকে গেলে একদিন যোগ করতে হয় এবং পূর্ব দিক থেকে পশ্চিমে এলে একদিন বিয়োগ করতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা যেখানে কল্পনা করা হয়েছে। সেখানে অনেক স্থল ভাগ পড়ায় বাঁকিয়ে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদি রেখাটি স্থলভাগের উপর দিয়ে যেত বা একই দেশের উপর দিয়ে যেত তাহলে একই দেশে দুইটি তারিখ হত এবং এর ফলে বিশাল সমস্যা দেখা দিত। তাই আন্তর্জাতিক তারিখ |রেখা কে বাঁকিয়ে দেওয়া হয়েছে।
৩. কয়ালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
উত্তর :- কয়ালের দুটি বৈশিষ্ট্য হলো :-
১. মালাবার উপকূলের উপহদ হল কয়াল ।
২. কয়ালের একদিক সমুদ্রের দিকে উন্মুক্ত ।
৩. কয়ালের জল লবণাক্ত হয় ।
৪. থর মরুভূমি জনবিরল কেন ?
উত্তর :-
১. চরমভাবাপন্ন জলবায়ু,
২. বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেলসিয়াসের কম,
৩. শুষ্ক এবং লবণাক্ত মৃত্তিকা,
৪. অনুর্বর মাটি,
৫. কৃষিকাজ তেমন হয় না,
৬. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,
৭. জীবিকাও জীবনধারনের অসুবিধা ইত্যাদি কারণে থর মরুভূমি জনবিরল।
এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:
Post a Comment