ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2 । Class 6 Bengali Model Activity Task part 2 । ও তাে পথিক জনের ছাতা...।


 আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে পার্ট 2


ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2   


ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্ন এবং উত্তর পার্ট 2 । Class 6 Bengali Model Activity Task part 2 ।


১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও

১.১. ও তাে পথিক জনের ছাতা - পথিক জনের ছাতাটি কী ?

উত্তর :
- আলােচ্য উক্তিটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'ভরদুপুরে' কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে অশথ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে।

১.২. কী দেখছিলে বাইরে?
-এই প্রশ্নের উত্তরে শংকর কী বলেছিল ?


উত্তর :-
 মাষ্টারমশাই এর এই প্রশ্ন শুনে শংকর ঘাবড়ে গেলো এবং বললো শঙ্খচিল দেখছিলাম মাষ্টারমশাই ।

১.৩. স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।
-কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে ?


উত্তর :- আলোচ্য কবিতাটি তে পাইন গাছ আকাশে নয়ন তুলি বরফে রুপালি কাপড় পড়ে সপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে ।

১.৪. মন-ভালাে-করা কবিতায় কবি রােদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?


উত্তর :- মন-ভালাে-করা কবিতায় কবি রােদ্দুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন ।

১.৫. একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান।
- কে একথা বলেছেন?


উত্তর :- রিউবেন ক্যাস্টাং নামক একজন সাহেব এ কথা বলেছেন ।

১.৬. ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং - এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?


উত্তর :- কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতাই কবি যখন ঝির ঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েছেন তখনই ঘাঁসফরিং এর সাথে তার আত্মীয়তার শুরু হলো ।

১.৭. কুমােরে পোকা কীভাবে মাকড়সা শিকার করে ?

উত্তর :- কোন রকমে মাকড়সা একবার চোখে পড়লেই হল, ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কিন্তু কামড়ে ধরলে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না । কোন কোন মাকড়সাকে ৫/৭ বার

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১. বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় - অতঃ + এব = অতএব/ ছন্দ: + বন্ধ = ছন্দবদ্ধ / সরঃ + বতী = সরস্বতী । নিঃ + অবধি = নিরবধি

উত্তর :- ছন্দবদ্ধ

২.২. যেটি জোড় বাঁধা সাধিত শব্দ নয় - দয়াময় / দশানন / তেলেভাজা / সিংহাসন


উত্তর :- দয়াময় ।

২.৩. বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও।


উত্তর:- 
যশ: + ইচ্ছা = যশইচ্ছা , মন: + স্থ = মনস্থ ।

এই রকম Home Tax সবার প্রথমে নেওয়া জন্য ফলো করুন (আবু মোতালেব )

No comments:

Post a Comment