চোখের হেফাজত


 👉  চোখের হেফাজত 👈 

👇👇

যুবক :- হুজুর আমি সুন্দরী মেয়ে দেখলে শুধু চেয়ে থাকি কিছুতেই চোখ ফেরাতে পারিনা  ! আমি কিভাবে আমার চোখের হেফাজত করবো  ?

হুজুর :- এক গ্লাস পানি নিয়ে আস তবে এমনভাবে পানি আনবে যাতে করে পানি পড়ে পড়ে অবস্থা কিন্তু পড়ে না যায় ।

যুবক :- হুজুর পানি নিয়ে এসেছি ।

হুজুর :- এই এক গ্লাস পানি নিয়ে এক কিলোমিটার যাবে এবং ফিরে আসবে! তোমার সাথে লাঠিসহ একটা লোক যাবে, মনে রেখো যদি এক ফোঁটা পানি পড়ে তাহলে সাথে থাকা লোকটি তোমাকে শাস্তি দিবে ।

যুবক :- ঠিক আছে বলে হাঁটতে শুরু করলো ।

যুবকটি শুধু গ্লাসের দিকে তাকিয়ে গেছে আবার ফিরে এসেছে,  তাই এক ফোঁটা পানি ও পড়ে নাই   ! এবার হুজুর যুবকটিকে জিজ্ঞাসা করলো ।

হুজুর :- এই রাস্তায় কয়টি মেয়ে দেখেছ  ?

যুবক :- একটি মেয়ে ও দেখি নাই   !

হুজুর :- কেন দেখ নাই  ?

যুবক :-কারণ এক ফোঁটা পানি পড়লে আমার শাস্তি হবে এই ভয়ে  !

হুজুর :- ঠিক এভাবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে তুমি তোমার চোখকে হেফাজত করতে পারবে ।

আল্লাহ আমাদের সকলের চোখকে হেফাজত করার তৌফিক দান করুন । 

(আমিন )

No comments:

Post a Comment