অষ্টম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । class 8 mathematics model activity task part 2 answer


 আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর প্রশ্ন উত্তর নিয়রে আলোচনা করব ।



১. নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দা

ক) 25 এবং 37  এর মধ্যে মূলদ সংখ্যা আছে
(a)একটি  -(b)দুটি   (c)পাঁচটি   (d)অসংখ্য

উত্তরঃ (d)অসংখ্য

খ)নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোনগুলি পরস্পর সম্পূরক কোণ?
(a)35°,45°     (b)135°,45°   (c)70°,20°   (d)70°, 120°

উত্তরঃ (b)135°,45°  

২। শূন্যস্থান পূরণ করো
ক)পাই চিত্রের একেকটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণ এর _________ হয়।
উত্তরঃ সমানুপাতিক ।

৩। কোন ভাগ অঙ্কে ভাজক (a2+2a1) ,ভাগফল (5a14) ,ভাগশেষ (35a17) হলে ভাজ্য কত হবে?
সমাধানঃ
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
 ভাজ্য ={(a2+2a1)×(5a14)}+(35a17)
=(5a3+10a25a14a228a+14+35a17)
=5a34a2+2a3


৪. নিচের প্রশ্নটির উত্তর দাও

রোহিতের পাড়ায় মধুবাবুর দোকান আছে, ঐ দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা নিম্নরূপ:

জিনিসসাধারণ পাউরুটিস্লাইস পাউরুটিকেকবিস্কুট
মূল্য (টাকায়)৩২০১০০১৬০১৪০


এই তথ্যটির একটি পাই চিত্র আঁক।নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও

সমাধানঃ
মোট বেচাকেনা = (320+100+160+140)টাকা = 720 টাকা
সাধারন পাউরুটিকে নির্দেশ করে যে বৃত্তকলা তাঁর কেন্দ্রিয় কোণ =(320160×3607202) ডিগ্রি =160°
স্লাইস পাউরুটিকে নির্দেশ করে যে বৃত্তকলা তাঁর কেন্দ্রিয় কোণ =(10050×3607202) ডিগ্রি =50°
কেককে নির্দেশ করে যে বৃত্তকলা তাঁর কেন্দ্রিয় কোণ =(16080×3607202) ডিগ্রি = 80°
কেককে নির্দেশ করে যে বৃত্তকলা তাঁর কেন্দ্রিয় কোণ =(14070×3607202) ডিগ্রি =70°



No comments:

Post a Comment