অষ্টম শ্রেনি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ । Class 8 Mathematics Model activity task part 1


 

আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ এর প্রশ্ন উত্তর নিয়রে আলোচনা করব ।


নিচের প্রশ্নগুলির উত্তর দাও


১. একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা দাড়িয়ে যে দুটি সন্নিহিত কোন তৈরি করে তাদের সমষ্টি ___________ ।
উত্তরঃ একটি সরলরেখার উপর অন্য একটি সরলরেখা দাড়িয়ে যে দুটি সন্নিহিত কোন তৈরি করে তাদের সমষ্টি 180 ।

২. 1729 সখ্যাটিকে _________ সংখ্যা বলা হয়।
উত্তরঃ 1729 সখ্যাটিকে “হার্ডি-রামানুজন সংখ্যা” বা Hardy-Ramanujan number  বলা হয়।

৩. a+1a=1 হলে, a3+1=______ ।
সমাধান, a3+1
=a3+13
=(a+1)(a2a+1)
এখন, a+1a=1
বা, a2+1a=1
বা, a2+1=a
বা, a2a+1=0
তাহলে, a3+1=(a+1)(a2a+1)
=(a+1)×0=0

৪. যদি m+n=5 এবং mn=6 হয় তবে , (m2+n2)(m3+m3) = কত?
সমাধান,
 (m2+n2)(m3+m3)
={(m+n)22mn}{(m+n)33mn(m+n)}
=(522×6)×(533×6×5)
=(2512)(12590)
=13×35
=455

৫. x39y33xy(xy) এর উৎপাদক বিশেষণ কর ।
সমাধান,
x39y33xy(xy)
=x3y33xy(xy)8y3
=(xy)38y3
=(xy)3(2y)3
=(xy2y){(xy)2+(xy)2y+(2y)2}
=(x3y){(x2+y22xy+2xy2y2+4y2}
=(x3y)(x2+3y2)

No comments:

Post a Comment