ভালো থেকো, হৃদয়হীনা!'


 'ভালো থেকো, হৃদয়হীনা!'

কারো আক্ষেপে পাঠানো একটি লাইন। অথচ আমার কাছে অপ্রয়োজনীয় বার্তা ছাড়া আর কিছুই নয়। বহু পুরনো সেই চিরচেনা নাম্বার থেকে যখন এমন ধরনের বার্তা আসে, আমি তখন প্রত্যুত্তরে কোনো কিছু বলার চেয়ে জরুরি মনে করি দ্রুত বার্তা ডিলিট করে দেয়াটা!


প্রচন্ড ভালোবাসার পরেও যে বিশ্বাসঘাতকতা করেছিলো, তার তরফ থেকে পাওয়া 'হৃদয়হীনা' শব্দটি বেমানান নয় কি? সঠিক সময়ে যে আমার মূল্য দেয়নি, অবেলায় তার আক্ষেপ ভরা ডাকে আমি সাড়া কেন দেবো?

 

আসলে আমাদের জীবনে কিছু মানুষ থেকে যায় অভ্যন্তরীণ যন্ত্রণায়। তারা হয়তো কখনো জানতেই পারে না তাদের দেয়া আঘাতের মাত্রা কতটা তীব্র হলে কেউ নিঃশব্দে হাহাকার করে, কিন্তু মুখ ফুটে কিছু বলে না!



No comments:

Post a Comment