প্রশ্ন যদি হয় তোমাকে ভুলে যাওয়ার তবে আমার উত্তর হবে পারবো না,, পারবোনা বলতে আমি কখনো চেষ্টা করবো না কারণ তোমায় ভুলে যাওয়ার মিথ্যা চেষ্টায় ব্যর্থ হবো,,।
তার চেয়ে এই ভালো তোমাকে তোমার মতো করে মুক্তি দেওয়া,, তাতে আমার কষ্টও হবে না আর তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেও হবে না,,,।
ভুলতে হলে যে মন থেকে বেড় করে দিতে হয় তবে কেউ তার ভালোবাসার মানুষটিকে মন থেকে বেড় করে দিতে পারেনি,,,,।
কারণ সম্ভব নয় তাই যাকে ভুলে যাওয়া সম্ভব নয় তাকে মুক্তি দিতে হয়,, সে ভালো থাকুক তবে নিজেকে ভালো রাখা যাবে,,,।
কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না,, জোর করে সম্পর্কে থাকা যায় না,, তাতে তিক্ততা বাড়ে,,,।
অশান্তি ছাড়া কিছু মেলে না,,অশান্তি সারাজীবন বয়ে নিয়ে বাঁচতে পারবে না কেউ,, তাই ভুলে যাওয়া চেষ্টা করার চেয়ে মুক্তি দেওয়া ভালো,,,।
সব জিনিস ভুলে যেতে নেই কিছু জিনিস মনের এক কোণে যত্ন করে রেখে দিতে হয়,,,।
নিজেকে ভালো রাখার জন্য,, নিজেকে সামলে রাখার জন্য,, ভুলতে গেলে নিজেই এলোমেলো হয়ে যেতে হয় তবুও ভোলা যায় না,,,।

No comments:
Post a Comment