জানবে না-


 তুমি কোনোদিনও জানবে না, 

তোমাকে ভেবে ভেবে কত রাত নির্ঘুম কাটে! 

বিড়বিড় করে কত কথা বলে এই ঠোঁটে! 

কত মূল্যে কিনতে চাই ভালবাসার হাটে! 


তুমি কোনোদিনও জানবে না, 

তোমাকে পাওয়ার জন্য কত পথ হেঁটেছি! 

হাটতে হাটতে কত জুতার তলা ক্ষয় করেছি! 

নিরাশার চাদরে কত চোখের জল ফেলেছি! 


তুমি কোনোদিনও জানবে না,

তোমার জন্য আমার কত মায়া! 

তোমার শাড়ির আঁচলে চেয়েছিলাম ছায়া! 

কত কাঙ্ক্ষিত পেতে তোমার ছোঁয়া! 


তুমি কোনোদিনও জানবে না,

আমি তোমার জন্য একটা ভালবাসার স্বর্গ বানাতাম, 

স্বপ্নিল মুহূর্ত গুলো সর্বদা উপহার দিতাম! 

এমনকি চাইলে এই জীবনটাও উৎসর্গ করতাম! 


তুমি কোনোদিনও জানবেনা 

এক আকাশ ভালবাসা ছিল শুধু তোমার জন্য! 

সেই আকাশ শুধু তোমার অভয়ারণ্য!

সেখানে তুমি থাকলে হতাম ধন্য!


জানবে না-

 

No comments:

Post a Comment