অনুতাপে কি হয় অপেক্ষা?


 আমার দুঃখের সংখ্যা যতেষ্ট 

সূখের সংখ্যা নাই বললেই চলে 

প্রিয়র খাতা বরাবরই অপ্রিয় হয়ে উঠে অযত্নে, 

আপনার দগ্ধে পুড়ে ছাই হয়;ক্ষত রয়ে যায় অতলে 

নিঃশব্দে চিৎকার হয়;ব্যথা থেকে আজন্ম হৃদয় জুড়ে

কৃষ্ণবর্ণে ছেয়ে যাবে রক্তিম আভা;নিশ্চুপ থাকবে সমস্ত কথা 

অনুতাপে হবে ফিরে পাওয়ার অপেক্ষা

থেকে যাবে না পাওয়া বেদনা! 


আপনার ও কি আমার মতো হয় 

ব্যথা কি থেকে রয় আজন্ম? 

আপনার ও কি অবক্ষয় থেকে যায় আমার মতো করে

অনুতাপে কি হয় অপেক্ষা? 



No comments:

Post a Comment