একটা থেঁতলো ইতিহাস, আমি কলঙ্কিত
ঠিক যেন চাঁদের মত-ই,
ও জ্যোস্না তুমি আমায় ছুঁয়ো না
তোমার পবিত্রতায় দাগ জমে যাবে।
আমাকে ছুঁয়ে বল কি এমন হবে
না আধার ঘুচবে,না কলঙ্ক মুছবে,
একটা অ-মানুষের শরীর আমি
পবিত্র স্বপ্নকে নির্যাতন করি।
একটা তীব্র ব্যাথা, কাউকে বলা যাবে না
চুপিসারে কিছু মেঘ আমারও থাক,
কিছুকালের অতীত ঘেরা সাজানো স্মৃতি
থাক না তারা শো-পিচেতে বন্দী।
চলে যাবো আমি বা হারিয়ে যাবো মহাকালে
তাই দু-লাইনে করে গেলাম উৎসর্গ,
"তুমি শব্দ ভাললাগার অর্থ
আমি শব্দ ভালবাসার মর্ম"
-একটা অ-মানুষ

No comments:
Post a Comment