সে ভালোবাসে-নি


 সম্পর্কে মাঝে মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হয়, যখন মানুষটাকে অনেক ভালোবেসেও তার কাছে মূল্যহীন হচ্ছেন, তারে কতটা ভালোবাসেন সেটা বুঝাতে ব্যর্থ হচ্ছেন,  তখন তার আড়াল হতে হয়, 

সম্পর্কের দূরত্ব সৃষ্টি করতে হয়, আপনার দূরত্বেও যে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারেনি, সেই মানুষটা আপনাকে কখনো-ই ভালোবাসেনি৷ 


সম্পর্কে মাঝে মধ্যে অভিমান করতে হয়, মাঝে মধ্যে অভিমানে-ই বুঝিয়ে দেয়, মানুষটা আপনাকে কতটা ভালোবাসে! 

আপনার অভিমানে যদি মানুষটার বিন্দু পরিমাণও  আগ্রহ না থাকে, তাহলে বুঝে নিবেন সেই মানুষটা আপনাকে কখনো'ই ভালোবাসেনি৷


সম্পর্কে মাঝে মধ্যে খুঁত থাকতে হয়! কখনো কখনো কিছু ভুল'ই বুঝিয়ে দিয়ে যায়, মানুষটা আপনাকে ভালোবাসে কি না৷

একটা ভুল-ই যদি সে শুধরিয়ে দিতে না পারে, তবে 

তারে কি আর ভালোবাসার মানুষ বলা যায়? 

সামান্য খুঁত থাকার কারণে যে মানুষটা দূরে সরে যায়, সে কখনো'ই আপনাকে ভালোবাসেনি৷


সম্পর্কে মাঝে মধ্যে কঠিন পরিস্থিতি তৈরি হতে হয়!

মানুষের মুখের প্রতিশ্রুতি থেকে পরিস্থিতিই বুঝিয়ে 

দেয় কে কতটা ভালোবাসে! 

যে মানুষটা একদিন বলেছিলো শত ঘূর্ণিপাকেও হাত ছাড়বে না, যে মানুষটা সামান্য পরিস্থিতিতেই হাতটা 

ছেড়ে দেয়, সেই মানুষটা কখনোই আপনাকে ভালোবাসে- নি৷


সম্পর্কটা কতটা গভীর বুঝতে হলে, সম্পর্কটা পুরনো হওয়া প্রর্যন্ত অপেক্ষা করতে হয়, সম্পর্কের শুরুতে যে মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসতো, 

সম্পর্ক একটু পুরনো হলেই যদি বদলে যায় মানুষটার ভালোবাসা, তবে বুঝে নিবেন, সে আপনার নতুনত্বকেই ভালোবেস ছিলো, সে আপনাকে কখনো ভালোবাসেনি৷


সে ভালোবাসে-নি 


No comments:

Post a Comment