জীবনে আর কাউকে এতটা ভালবাসিনি
যতটা তোমাকে ভালবেসে ছিলাম । তাই
হয়তো তোমার নামটা আজ আমার
ব্লকলিস্টে । ভালবাসতে কোনো কারণ
লাগে না, ভালবাসায় থেকে যেতে হয়
চিরকাল ।
কথা ছিল-- হাতে হাত রেখে ভাগাভাগি হবে
সব অনুভূতি । একান্তে বুকে জড়িয়ে ধরার
প্রতিশ্রুতি ছিল । প্রিয় ছিল পড়ন্ত বিকেলে খোলাচুলের সেল্ফি।
সারারাতে ভরে ওঠা চ্যাটবক্স , এক ঠোঙা
ঝালমুড়ি , আর কফিহাউসের লিকার চা এর
কাপে মিটিয়ে নিতাম আদুরে সব ঝঞ্জাট ।
কথার ওপর কথা ছিল, প্রিয় ছিল সুনীল
কিংবা শক্তি। ছিল একছাতা তে ঠাসাঠাসি ,
গড়িয়ে পড়ে হাসাহাসি ।বিরক্তি ছিল ভীড়ে।
কথায় কথায় বলেছিলে ভালবাসায় হারা
জেতা নেই। জেতা বাজি হারার নাম ই
ভালবাসা । তাই বুঝি আমাকে বাজি
জিতিয়ে দিয়ে গেলে ।
অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত হয়েছে
রিংটোন ।স্বপ্নের ছবি দেখতে দেখতে
কেটে গেছে কত অগুনতি মূহুর্ত । অযথা
চোখের জল ছবি এঁকেছে চিবুকের
ক্যানভাসে ।
আজকাল নস্টালজিয়াতে লেপ্টে থাকি
মেহেন্দি পাতার মত -- যদি কখনো স্ক্রীনে
ভেসে ওঠে চেনা সেই সংখ্যা কিংবা সংক্ষিপ্ত
সেই নাম । অপেক্ষায় থাকি সব পলাশের
মাসে যদি ভালবাসা আরেকবার, আর
একবার ফিরে আসে ।।
প্রতীক্ষার ব্লকলিস্ট

No comments:
Post a Comment