চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে।
আচ্ছা, সত্যিই কি একদিন সবকিছু ঠিক হয়ে যায়!
দিনের পর দিন, বছরের পর বছর ভালোবেসে যাওয়া মানুষটার অনুপস্থিতি কখনো তো পূরণ হয় না!
না পাওয়ার হাহাকারগুলো তো কখনো মুক্তি পায় না।
হারিয়ে ফেলা মানুষটাকে একপলক দেখার তৃষ্ণাটা যে কখনো মেটে না!
নিজের জীবনটা যখন দলিল হয় অচেনা কারো নামে, তখন তো প্রিয় মানুষটা ঠেকাতে আসে না। খুব করে চাওয়া মানুষটাকে চাইতে চাইতে ক্লান্ত হয়ে গেলেও তো তাকে আর পাওয়া হয় না।
তবে তোমরা যে বলো - একদিন সব ঠিক হয়ে যাবে!
আসলে কিচ্ছু ঠিক হয় না।
হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসে না।
ভেঙে যাওয়া স্বপ্নগুলোও আর জোড়া লাগে না।
দিনশেষে না পাওয়ার হিসেবটা ভারী হয় জীবন থেকে দৌড়ে পালানো সুখগুলোকে আর ছুঁতে পারি না আমরা। শুধু হারিয়ে ফেলার শোকটাকে সহ্য করে বাঁচতে শিখে যাই।

No comments:
Post a Comment