আমার চাওয়া-পাওয়া গুলো অপূর্ণতায় থেকে যায়


 I have always been incomplete in your perfection

What I want and get

Imperfections remain constantly

The sound of breaking my ribs: Desire sighs, the crushed spring; the sleepless night of a long night!


Wait



আপনার পূর্ণতায় আমি বরাবরই অপূর্তায় থেকে যাই 

আমার চাওয়া-পাওয়া গুলো 

অপূর্ণতায় থেকে যায় প্রতিনিয়ত 

আমার পাঁজর ভাঙ্গার শব্দ:অভিলাশ দীর্ঘশ্বাসে কেটে যায় বিচূর্ণ বসন্ত;দীর্ঘ রজণীর নিদ্রাহীন রাত! 


অপেক্ষারাও এখন অবসর নেয় 

অপেক্ষার আমিটাও আজ নির্বোধ;নিস্তব্ধতায় 

আপনার ভাবনায় একটু খানি সুখের আসায় আমার 

কত বসন্ত;কত শ্রাবণ গেলো নিরাশায়! 


আমি খুব করে চেয়েছি অপূর্ণতাকে পূর্ণতা দিতে 

কারণে-অকারণে ভালোবাসতে 

আপনার অনিচ্ছাতে;আপনার মন খারাপে কাছে আসতে, 


আর আপনি দূরত্বের সামিয়ানায় 

নিজেকে আঁড়াল করে নিলেন;

দূরত্বে যা ছিলো শুধু মাত্র সময়ের স্রোতে ছুঁয়ে যাওয়ার হাতছানি তা আপনি যোজন-যোজন করে দিলেন 

আসলে আপনি কি আমায় ভালোবেসেছেন নাকি শুধু প্রয়োজন করেছেন? 





No comments:

Post a Comment