আজ সত্যি তোমায় ভুলে গেছি,


 আজ সত্যি তোমায় ভুলে গেছি,

হয়তো কখনো না বুঝে যে তোমার মতো মানুষকে নিজের করে পেতে চেয়েছিলাম সেটা ছিল আমার অনেক বড় ভুল....


আজ সত্যি তোমায় ভুলে গেছি,

হয়তো দিনের পর দিন ১০০ বার কল করার পরও যখন তুমি একটাবারও কল না ধরে আমাকে এড়িয়ে গেছো তারপরও তোমাকে চাওয়াটা ছিল আমার বড় বেশি ভুল,......


আজ সত্যি তোমায় ভুলে গেছি....

হয়তো ডায়েরী ভরে তোমাকে নিয়ে আমার হাজারো কবিতার ভিড়,অদ্ভুত যে, তোমাকে কখনো শোনানো হয়নি...

হয়তো অনেক কিছু বুঝেও তুমি না বোঝার নাটক করে থেকেছো সেটা জেনেও তোমাকে কাছে পাওয়ার আশাটা ছিল আমার চরম ভুল.....


আজ সত্যি তোমায় ভুলে গেছি...

হয়তো গান গাইতে ভালবাসি, তাই প্রতিটা গান এর অন্তরায় অন্তরায় যখন তোমাকে খুজেছি এবং একবারো যখন খুজেই পাইনি তাই সেই খোজা টা ছিল আমার বড়ই পাগলামি....


আজ সত্যি তোমায় ভুলে গেছি....

ভুলে যাওয়ার জন্য ভুলে গেছি,আমি আমার আমিকে খুজে পেয়েছি।

বুঝতে পেরেছি আমি যাকে ভালবাসবো তাকে পাওয়ার চাইতে যে আমাকে ভালবাসবে তারই হয়ে যাওয়া টায় জীবনের সব চেয়ে বড় পাওয়া..................



No comments:

Post a Comment