যে মানুষটা হারিয়ে গেছে

 

আমার ভিতর বাহির শূন্য করে

স্মৃতির মহল গড়ে দূরত্বের দেয়াল টেনে, 

যে মানুষটা হারিয়ে গেছে

একবারও আমার কথা না ভেবে।


যে মানুষটা

একজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেও,

মাঝ পথে এসে

আমায় একা ফেলে অন্য পথে চলে গেছে। 

তাকে ঘৃণা করার শত চেষ্টা করেও, 

তাকে কখনো ঘৃণা করতে পারিনি।


ভিতর থেকে একটা অনুভূতি বারবার বলে উঠেছে

যাকে ভালোবাসি তাকে কি করে ঘৃণা করবো? 

তার শত অপরাধ যদি ক্ষমা করতে না'ই পারি

তাহলে তাকে কেমন ভালোবাসলাম? 


যে আমায় এত কষ্ট দিলো

যে মানুষটা স্বপ্ন দেখিয়ে এভাবে মাঝপথে

আমাকে একা ফেলে দূরে চলে গেলো

তবুও আমার মন শুধু তার কথাই ভাবে। 


সেই মানুষটা এখন কেমন আছে?

সুখের খোঁজে আমার ছেড়ে যাওয়ার পর

সে কি সুখ খুঁজে পেয়েছে?


আমার ভাবনার মাঝে

যে মানুষটা দখল করে বসে আছে

সে মানুষটা কাছে না থাকার পরেও

তার মায়া একটুও কমেনি। 

দিন দিন তার মায়া

হৃদয় মাঝে এতটা ছড়িয়ে যাচ্ছে যে

তাকে ভুলে যাবার কথা

ভুল করে ভাবতেও কষ্ট হয়।



No comments:

Post a Comment