যারা তাহাজ্জুদ পড়েন কিংবা বা পড়তে চান তাদের জন্য "
☆হাসান বসরী (র.) কে প্রশ্ন করা হলো :
“তাহাজ্জুদগুজারদের চেহারা সবার চেয়ে সুন্দর কেন?
তিনি বললেন : কারণ, তারা রহমানের সাথে নির্জনে একত্রিত হয়। তাই রহমান তাদেরকে নিজের পক্ষ থেকে নূরের পোষাক পরিয়ে দিন”।
☆ এক ব্যক্তি হাসান বসরীকে বললো :
হে আবু সাঈদ! আমি সুস্থাবস্থায় রাত কাটিয়ে দিই। পবিত্রতা নিয়ে বিছানায় যাই কিয়ামুললাইল/তাহাজ্জুদ পড়ার অভিপ্রায়ে। কিন্তু আমার কী হলো, আমি রাতে জাগতে পারি না?
হাসান বসরী বললেন : তোমাকে তোমার গুনাহ শিকল পরিয়ে দিয়েছে।
☆ এক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম কে প্রশ্ন করলো : আমি তাহাজ্জুদ পড়তে পারি না কেন? এর কোন প্রতিকার আছে কী???
ইব্রাহীম বললেন :
দিবা ভাগে আল্লাহর নাফরমানী করো না। তাহলে আল্লাহ রাতে তোমাকে তাঁর সামনে দাঁড় করিয়ে দিবেন। কারণ, রাতে আল্লাহর সামনে দাঁড়ানো একটি মহাসম্মানজনক ব্যাপার। আর নাফরমান ঐ সম্মানের যোগ্য নয়।

No comments:
Post a Comment