মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 ইতিহাস পার্ট 5 (Model Activity Task 2021 Class 9 History Part 5)

 

বিষয়ঃ ইতিহাস

শ্রেণীঃ নবম শ্রেণি

১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও:

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

১.১) ইয়ং ইতালি

(ক) সাঁ সিমাে

১.২) সেফটি ল্যাম্প

(খ) জোসেফ ম্যাৎসিনি

১.৩) ইউটোপীয় সমাজতন্ত্র

(গ) বিসমার্ক

১.৪ রক্ত ও লৌহ নীতি

(ঘ) হামফ্রি ডেভি

উত্তরঃ

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 ইতিহাস পার্ট 5 (Model Activity Task 2021 Class 9 History Part 5)


২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে:

২.১) ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে।

২.২) শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়।

২.৩) হিটলারের ভাষায় ইতালি ছিল – ‘একটি ভৌগােলিক সংজ্ঞা মাত্র।’

২.৪) এড্রিয়ানােপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে।

উত্তরগুলিঃ ২.১) সত্য ২.২) সত্য ২.৩) মিথ্যা ২.৪) সত্য

৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১) রিসর্জিমেন্টো কী?

উত্তরঃ কার্বোনারি সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্যদিয়ে ইটালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।

৩.২) ঘেটো কাকে বলা হত?

উত্তরঃ ইউরােপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় (যেমন ইহুদিরা) তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় এক সঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হত ঘেটো। উল্লেখ্য ঘেটো কথাটির উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে।

৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও:

কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় এবং কেন?

উত্তরঃ জার দ্বিতীয় আলেকজাণ্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ববন্ধন থেকে মুক্তি দেবার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত।

সিংহাসনে আরােহনের পর জার ২য় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য সংস্কার হলাে ভুমিদাষ প্রথার উচছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার ২য় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়।

1) ভুমিদাস প্রথা বিলােপের সিদ্ধান্ত গ্রহণঃ জার সিংহাসনে আরােহণ করে অনুধাবন করলেন যে, রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে ১মাত্র ভুমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভুমিদসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ণ করলে রাষ্ট্র তাদের বাধা দিত। ভুমিদাসরা বংশানুক্রমে ভুমিদাসের কাজ করতাে।

2) আলেকজান্ডার কর্তৃক ভুমিদাস প্রথা বিলােপের ঘােষণাপত্রঃ ১৮৭১ সালের ১৯ ফ্রেবুয়ারী মুক্তির ঘােষণা দারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এ ঘােষণা অনুযায়ী

i) ভুমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়

ii) ভুমিদাসরা নাগরিক অধিকার লাভ করে

iii) জমিদারদের ভুমির একাংশ ভূমিদাসরা পায় ও কৃষরা জীবীকা নির্বাহের সুযােগ পায়।

iv) জমিদাররা জমির জন্য ক্ষতিপুরণ সরকারের কাছ থেকে পায় ।

v) কৃষকেরা ৪র্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশােধ করবে ।


   Next Subject Click Now


Google Search - www.motaleb783.blogspot.com

No comments:

Post a Comment