বিষয়ঃ গণিত
শ্রেণীঃ নবম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে:
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs):
(I) একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10 টি লেবু কিনে 20 টাকায় ৪টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয়
(a) 25
(b) 20
(c) 10
(d) 24
(II) P Q R S ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR-এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY =
(a)
(b)
(c)
(d)
(III) 105 - 140 শ্রেণিটির পরিসংখ্যা 14 হলে, শ্রেণিটির পরিসংখ্যা ঘনত্ব হবে
(a) 2.5
(b) 0.4
(c) 0.35
(d) 0.14
(IV) 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 5 ডেসিমি. বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে
(a) 48 টি
(b) 96 টি
(c) 24 টি
(d) 72 টি
উত্তরগুলিঃ (i) (a) 25 (ii) (b) (iii) (b) 0.4 (iv) (c) 24 টি
2. সত্য/মিথ্যা লেখাে (T/F):
(i) সমকোণী ত্রিভুজের এবং -এর মধ্যবিন্দু D হলে, ।
(ii) একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণির মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণির শ্রেণি-দৈর্ঘ্য 6 হলে, শ্রেণিটির নিম্নসীমা হবে 8।
ii) একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে P, R ও T হলে হবে।
iv) একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক।
উত্তরগুলিঃ (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) মিথ্যা
3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:
(I) একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে?
উত্তরঃ ধরি, দ্রব্যটির দাম 100 টাকা
100 টাকার 10% ছাড় দিলে হয়= টাকা
=90 টাকা
আবার, 90 টাকার 5% ছাড় দিলে হয়=
টাকা
∴ 90 টাকার ঘড়িটির দাম হবে= টাকা
টাকা
∴ মোট ছাড় পেল= টাকা
= টাকা
∴ সমতুল্য ছাড়
(II) একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে, তাদের পরিসীমার অনুপাত কত হবে?
উত্তরঃ ধরি, বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য= একক
তাহলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যও= একক
∴ বৃত্তটির ব্যাসার্ধ= একক
∴ বৃত্তটির পরিধি= একক
এবং বর্গক্ষেত্রটির পরিসীমা= 4×একটি বাহুর দৈর্ঘ্য
= একক
=একক
∴ তাদের পরিসীমার অনুপাত=
=
=
=
No comments:
Post a Comment