হাদিসে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত রয়েছে


 - হাদিসে দেনমোহরের সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত রয়েছে...

যা হলো ১০ দিরহাম বা ৩০.৬১৮ রূপার সমপরিমাণ মূল্য যা বর্তমানে "৩,১৫০ টাকা"...

হাদিসে এসেছে-"১০ দিরহামের কম মোহর হতে পারে না।"(বায়হাকি)

অনেক ইসলামিক স্কলারের মতে,যদি ১০ দিরহামের কমে কোনো নারী দেনমোহর নির্ধারণে রাজি হয় তবে এ দেনমোহর ইসলামের দৃষ্টিতে বৈধ হবে না...

কারন ১০ দিরহামের কম কোনো মোহর নেই।(বায়হাকি শরীফ,৭/২৪০)। 


১টাকা কাবিন করে লাখ টাকার ডেকোরেশন করে শো অফ না করাই বেটার!

No comments:

Post a Comment