হুজুরেরাই শোকবার্তা দিবে


 কোন গুণী আলেম মারা যাওয়ার পর বিরোধী মতের ব্যক্তিরাও সেই আলেমের মৃত্যুতে শোক প্রকাশ করে ৷ বলে পৃথিবী আজকে এক নক্ষত্রকে হারালো! প্রকৃতপক্ষে এসব বক্তব্যের কোন মূল্য নেই ৷ শুধু বলার জন্য বলা ৷ যেমন পীস টিভি আর জাকির নায়েকের লেকচার বন্ধ করার জন্য হুজুরেরা কতো আন্দোলন করলো ৷ সফলও হল ৷ অথচ তিনি যখন মারা যাবেন তখন ঐ হুজুরেরাই শোকবার্তা দিবে ৷ যতদিন বেঁচে ছিল তখন তার মেধাকে ব্যবহার করেন নি ৷ মারা যাওয়ার পর আফসোস করে লাভ কি?

No comments:

Post a Comment