১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:(ক) ঈস্ট – কোরকোদগম(গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদনউত্তর: (গ) প্লাসমোডিয়াম পুনরুৎপাদন(ক) BBRR & BbRr(গ) BBRr BbRRউত্তর : (খ) BBrr ও Bbrr(ক) 0%(গ) 50%উত্তর : (ক) 0%২.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।২.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়৷২.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :• গ্যামেট উৎপাদনউত্তর : মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তার রেখাচিত্র টি নিম্নরূপ –
বিষয়
অযৌন জনন
যৌন জনন
গ্যামেট উৎপাদন
অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।
যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়।
মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা
এই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :স্বাধীন সঞ্চারণ সুত্র : কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।



No comments:
Post a Comment