Class 10 Model Activity Task Life Science Part 6 September Month

 

             

 

            দশম শ্রেণি

জীবন বিজ্ঞান

                                                                         

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: 


১.১ নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো –

(ক) ঈস্ট – কোরকোদগম


(খ) মস – রেণু উৎপাদন

(গ) প্লাসমোডিয়াম – পুনরুৎপাদন


(ঘ) অ্যামিবা – দ্বিবিভাজন

উত্তর: (গ) প্লাসমোডিয়াম পুনরুৎপাদন


১.২ নীচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো –

(ক) BBRR & BbRr


(খ) BBrr 8 Bbrr

(গ) BBRr BbRR


(ঘ) bbRr ও bber

উত্তর : (খ) BBrr ও Bbrr


১.৩ স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো-

(ক) 0%


(খ) 25%

(গ) 50%


(ঘ) 100%

উত্তর : (ক) 0%


২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :

২.১ অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।


উত্তর : বাক্যটি মিথ্যা

২.২ সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়৷


উত্তর: বাক্যটি মিথ্যা।

২.৩ কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।


উত্তর: বাক্যটি সত্য।

 


৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৩.১ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো

• গ্যামেট উৎপাদন


• মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা


বিষয়

অযৌন জনন

যৌন জনন

গ্যামেট উৎপাদন

অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।

যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়।

মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা

এই প্রকার জননে কেবল মাইটোসিস কোশ বিভাজন ঘটে।

এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোশ বিভাজন ঘটে।

৩.২ মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।

উত্তর : মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে কীভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তার রেখাচিত্র টি নিম্নরূপ –


LIfe sc

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৪.১ একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের (yyrr) সংকরায়ণের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।

life sc 2


এই সংকরায়ণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চারণ সুত্র।

স্বাধীন সঞ্চারণ সুত্র : কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।



Google Search - www.motaleb783.blogspot.com


               Next subject click now


No comments:

Post a Comment