মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভৌতবিজ্ঞান
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো—
(ক) 4 g/mol
(খ) 16 g/mol
(গ) 32g/mol
(ঘ) 64 g/mol
উত্তর: (ঘ) 64 g/mol
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়-
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে।
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর: (খ) ক্যাথোড় ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটেে
১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-
(ক) 9 ওহম
(খ) 4 ওহম
(গ) 2 ওহম
(ঘ) 1 ওহম
উত্তর: (গ) 2 ওহম
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয় ?
উত্তর : পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2])।
২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কোনটি ক্ষমতার একক?
উত্তর : কিলোওয়াট (kW)।
২.৩ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উত্তর : ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে AC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় কিন্তু DC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় না।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।
উত্তর : বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো।
(Ca = 40, C = 12, O = 16)

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।

Google Search - www.motaleb783.blogspot.com
১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো—
(ক) 4 g/mol
(খ) 16 g/mol
(গ) 32g/mol
(ঘ) 64 g/mol
উত্তর: (ঘ) 64 g/mol
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণ করার সময়-
(ক) ক্যাথোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে
(খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধনাত্মক ও এখানে বিজারণ ঘটে।
(ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উত্তর: (খ) ক্যাথোড় ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটেে
১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-
(ক) 9 ওহম
(খ) 4 ওহম
(গ) 2 ওহম
(ঘ) 1 ওহম
উত্তর: (গ) 2 ওহম
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎবিশ্লেষ্য ব্যবহৃত হয় ?
উত্তর : পটাশিয়াম অরোসায়ানাইড (K[Au(CN)2])।
২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘন্টার (kWh) মধ্যে কোনটি ক্ষমতার একক?
উত্তর : কিলোওয়াট (kW)।
২.৩ DC অপেক্ষা AC-র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উত্তর : ট্রান্সফরমার বা অন্যান্য যন্ত্রের সাহায্যে AC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় কিন্তু DC ভোল্টেজকে প্রয়োজনমতো বাড়ানো বা কমানো যায় না।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো।
উত্তর : বাম হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাইক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো।(Ca = 40, C = 12, O = 16)

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করো।

Google Search - www.motaleb783.blogspot.com

No comments:
Post a Comment