August Month মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি part 5 MODEL ACTIVITY TASK CLASS 4


 

আমাদের  পরিবেশ

ঠিক  উত্তর  নির্বাচন  করো :

১.১  চাঁদ  পৃথিবীর  চারদিকে  অনবরত  ঘুরছে –

(ক) উত্তর  থেকে  দক্ষিণ  দিকে

(খ) দক্ষিণ  থেকে  উত্তর  দিকে

(গ) পূর্ব  থেকে  পশ্চিম  দিকে

(ঘ) পশ্চিম  থেকে  পূর্ব দিকে

উত্তর- পশ্চিম  থেকে  পূর্ব দিকে

১.২  ব্রোঞ্জ  তৈরি  করা  হয়  যে  দুটি  ধাতু  মিশিয়ে  সেগুলি  হলো

(ক) লোহা  আর  টিন

(খ) তামা  আর  টিন

(গ) লোহা  আর  তামা

(ঘ) তামা  আর  সোনা

উত্তর- তামা  আর  টিন

১.৩  টুসু  পরব  পালন  করা  হয়  যে  মাসে  সেটি  হলো

(ক) চৈএ

(খ) বৈশাখ

(গ) শ্রাবণ

(ঘ) পৌষ

উত্তর- পৌষ

.  একটি  বাক্যে  উত্তর  দাও :

২.১  ধ্রুবতারাকে  আকাশের  কোন  দিকে  দেখা  যায় ?

উত্তর-  ধ্রুবতারাকে  আকাশের  উত্তর  দিকে  দেখা  যায়।

২.২  এমন  একটা  বর্জ্য  পদার্থের  নাম  লেখো  যা  সহজে  মাটিতে  মিশে  যায়  না।

উত্তর- প্লাস্টিকের  প্যাকেট  হল  এমন  একটা  বর্জ্য  পদার্থের  নাম   যা  সহজে  মাটিতে  মিশে  যায়  না।

২.৩  পশ্চিমবঙ্গের  কোথায়  রেল  ইঞ্জিন  তৈরির  কারখানা  আছে ?

উত্তর- পশ্চিমবঙ্গের  চিত্তরঞ্জনে  রেল  ইঞ্জিন  তৈরির  কারখানা  আছে।

একটি  বা  দুটি  বাক্যে  উত্তর  দাও :

৩.১  কৃত্রিম  উপগ্রহগুলি  আমাদের  দৈনন্দিন  জীবনে  কীভাবে  সাহায্য  করে ?

উত্তর- কৃত্রিম  উপগ্রহগুলি  আবহাওয়ার  খবরাখবর  পাঠায়  আমাদের , মোবাইল  ফোনে  কথা  বলার

ক্ষেত্রে  সাহায্য  করে  এবং  রেডিও  ও  টিভিতে  সম্প্রচার  সাহায্য  করে থাকে।

৩.২  ডোকরার  পুতুল  কীভাবে  বানানো  হয় ?

উত্তর- মৌ-মোম  আর  ধুনোর  চাঁচে  গলানো  পিতল  ঢেলে  ডোকরার  পুতুল  বানানো  হয়।  প্রথমে  ধাতু

গলিয়ে  তা  ছাঁচে  ঢেলে  মূর্তি  বানানো  হয়  এবং  পরে  ছাঁচ  কেটে  মূর্তি  বের  করা  হয়।

দুটি  বা  তিনটি  বাক্যে  উত্তর  দাও :

৪.১  বিষাক্ত  সাপ  কামড়ালে  সঙ্গে  সঙ্গে  কী  কী  করা  উচিত  বলে  তোমার  মনে  হয় ?

উত্তর- বিষাক্ত  সাপ  কামড়ালে  যা  যা  করা  উচিত  তা  হল

  • ক.  ক্ষতস্থান  ভালো  করে  ধুয়ে  ফেলতে  হবে  জল  দিয়ে।
  • খ. হাতের  বাহু  বা  পায়ের  উরুতে  দড়ি  দিয়ে  বাধন  দিতে  হবে।
  • ক.  ক্ষতস্থান  ভালো  করে  ধুয়ে  ফেলতে  হবে  জল  দিয়ে।
    • খ. হাতের  বাহু  বা  পায়ের  উরুতে  দড়ি  দিয়ে  বাধন  দিতে  হবে।
    • গ. যত  তাড়াতাড়ি  সম্ভব  হাসপাতালে  নিয়ে  যেতে  হবে।        
    • ঘ.  রোগীর  শ্বাসকষ্ট  শুরু  হলে  তার  মুখে  মুখ  লাগিয়ে  শ্বাস  দিতে  হবে।

No comments:

Post a Comment