August Month part -5 মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণি গণিত MODEL ACTIVITY TASK CLASS 4

 

গণিত

নীচের  প্রশ্নগুলির  উত্তর  লেখো :

বহুমুখী  উত্তরধর্মী  প্রশ্ন  (MCQs) :

(ক)  সমান  ৩  ভাগের  ১  ভাগ  হলো

image 26

(খ) লব  ৩  ও  হর  ৮  হলে,  ভগ্নাংশটি  হবে-

image 27
Model Activity Task Class 4

(ঘ)  ১  কিগ্রা  আলুর  দাম  ১২  টাকা  হলে,     কিগ্রা  আলুর  দাম  হবে-

           (a) ৬ টাকা              (b) ৪ টাকা                (c) ৩ টাকা         (d) ৪৮ টাকা                     

উত্তর-   ৩ টাকা        


২. সত্য / মিথ্যা  লেখো (T/F) :

image 29

(খ)  ১০০  মিটার  =  ১ সেন্টিমিটার

উত্তর- মিথ্যা

(গ)  ৩ × ১০০০ গ্রাম = ৩ কিগ্রা.

উত্তর- সত্য

image 30

. ()  ছকটি  পূরণ  করো :            

 সামান্য  ভগ্নাংশ    দশমিক  ভগ্নাংশ  
a. সমান   ১০  ভাগের  ৫ ভাগ   ০.৫
b.   ০.৭

উত্তর-

 সামান্য  ভগ্নাংশ    দশমিক  ভগ্নাংশ  
সমান   ১০  ভাগের  ৫ ভাগ              ০.৫
সমান   ১০  ভাগের  ৭ ভাগ ০.৭

(খ)    a)  ৭-এর  একটি  জোড়  গুণিতক  এবং  একটি  বিজোড়  গুণিতক  লেখো।  

উত্তর-  ৭-এর  একটি  জোড়  গুণিতক  হল  ১৪  এবং  একটি  বিজোড়  গুণিতক  ২১

            b)   এবং  এর  দুটি  সাধারণ  গুণিতক  লেখো

 উত্তর-  ৩  এবং  ৫-এর  দুটি  সাধারণ  গুণিতক  হল   ১৫  ও  ৩০

৪. (ক)  চিকুর    মিটার  লম্বা  একটি  সবুজ  ফিতে  আছে ,  সে  তার  থেকে   মিটার  ৩০ 

          সেমি  দৈর্ঘ্যের  একটি  টুকরো  কেটে  নিলে কতটা  লম্বা  সবুজ  ফিতে  পড়ে  থাকবে  ? 

image 33
image 34


No comments:

Post a Comment