Model Activity Task Class 5 Part 6 Amader Paribesh ( Environment Science ) মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 বাংলা আমাদের পরিবেশ


 Google Search - www.motaleb783.blogspot.com

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 আমাদের পরিবেশ

১. ঠিক উত্তর নির্বাচন করো: ১×৩ = ৩

১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয়

(ক) রাঢ় অঞ্চলে

(খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে

(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে

(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে

(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে

উত্তর- উত্তরের পার্বত্য অঞ্চলে

১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলো –

(ক) পারসে

(খ) ট্যাংরা

(গ) রুই

(ঘ) সার্ডিন

উত্তর- সার্ডিন

১.৩ সর্বপল্লী রাধাকৃষাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো –

(ক) শিক্ষক দিবস

(খ) পরিবেশ দিবস

(গ) শিশু দিবস

(ঘ) সাধারণতন্ত্র দিবস

উত্তর- শিক্ষক দিবস

শূন্যস্থান পূরণ করো : ১×৩ = ৩

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও ______________ ।

উত্তর- বাংলাদেশ

২.২ বিপ্লবী সূর্য সেন ______________ নামে পরিচিত ছিলেন।

উত্তর- মাস্টারদা

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো _______________ ।

উত্তর- গঙ্গা

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২×২ = ৪

৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর- সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো

(i) এই অঞ্চলের মাটি লবণাক্ত ও কাদা প্রকৃতির হয়।

(ii) এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে তাই এখানে প্রচুর শ্বাসমূল দেখতে পাওয়া যায়।

৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে ?

উত্তর- লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে আমরা এই ব্যবস্থাগুলি নিতে পারি:

(i) বর্জ্য পদার্থ বা আবর্জনা খাল ও নদীতে ফেলা যাবে না।

(ii) লুপ্তপ্রায় মাছগুলি কে চিহ্নিত করে সেগুলিকে জেলেদের না ধরার নির্দেশ দিতে হবে।

(iii) লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে হবে।

8. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩×১ = ৩

Google Search - www.motaleb783.blogspot.com

৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি ?

উত্তর- 26 শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমাদের দেশে পালন করা হয়। 1929 সালে পূর্ণ স্বরাজ আনার শপথ ঘোষণার পর 1930 সাল থেকে 26 শে জানুয়ারি কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল । আমাদের দেশ স্বাধীনতা পায় 1947 সালের 15 ই আগস্ট। 1930 সালের 26 শে জানুয়ারি দিনটিকে শ্রদ্ধা জ্ঞাপন হিসেবে 1950 সালের 26 শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেদিন থেকেই সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে 26 শে জানুয়ারি দিনটি পালন করা হয়।



No comments:

Post a Comment