September Model Activity Task Class 5 Part 6 Physical Education মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 বাংলা স্বাস্থ্য ও শারীরশিক্ষা


 Google Search - www.motaleb783.blogspot.com

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 বাংলা স্বাস্থ্য ও শারীরশিক্ষা

স্বাস্থ্যবিধান – ডায়ারিয়া ও মাম্পস

১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো :  ১×৮ = ৮

ক) ডায়ারিয়া

শরীরেতে যদি জলাভাব হয়,

চোখ বসে যায় তার,

পেটটা খারাপ, সাথে পায়খানা

যদি হয় ___________

(১) একবার     (২) বারবার

উত্তর- বারবার

(খ) ডায়ারিয়া

বুঝতেই হবে ডায়ারিয়া রোগ

এবার ধরেছে তাকে,

দেহকোশে ______________ কমে গেছে তাই

ক্লান্ত যে হয়ে থাকে।

(১) মল      (২) জল

উত্তর- জল

(গ) ডায়ারিয়া

______________  অভাব পূরণ করাই

এ রোগের মূল কথা,

তাই বলে জল উলটোপালটা

খাবে না তো যথাতথা।

(১) জলের  (২) ভিটামিনের

উত্তর- জলের

(ঘ) ডায়ারিয়া

ORS গুলে বিশুদ্ধ জল

করবেই ব্যবহার,

পিপাসা পেলেই এক _______________ করে

জল খাওয়া দরকার।

(১) গ্লাস   (২) বোতল

উত্তর- গ্লাস

ঙ) ডায়ারিয়া

খাবার তৈরি যিনি করবেন

যেন _______________ নেন হাত,

পরিচ্ছন্নতা বড়োই জরুরি

কিবা দিন কিবা রাত।

(১) মুছে   (২) ধুয়ে

উত্তর- ধুয়ে

চ) ডায়ারিয়া

_______________ খেয়ে উপশম হলে

নেই কোনো চিন্তার,

নয়তো স্বাস্থ্য কেন্দ্রে তাকে

নিয়ে যাওয়া দরকার।

(১) OSR  (২) ORS

উত্তর- ORS

ছ) মাম্পস

________________ এটি এক রোগ

শিশুদের হয়ে থাকে,

বড়োদেরও ওই রোগ হতে পারে

হঠাৎ যে কোনো ফাঁকে!

(১) সংক্রামক  (২) অসংক্রামক

উত্তর- সংক্রামক

জ) মাম্পস

শরীর গরম, কান মাথা ব্যথা

বমি বমি ভাব হয়,

________________ দিকটা ফুলে ফেঁপে ওঠে

মাম্পস তা নিশ্চয়।

(১) মুখের  (২) কাঁধের

উত্তর- মুখের

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

(ক) মাম্পস রোগের উপসর্গগুলি নিজের ভাষায় লেখো। ৫

Google Search - www.motaleb783.blogspot.com

উত্তর- মাম্পস রোগের উপসর্গ গুলি হল-

(i) জ্বরভাব, মাথাধরা দেখা যায়।

(ii) কানের কাছে উপরের চোয়ালের গ্রন্থি ফুলে ওঠে।

(iii) মুখ ফুলে ওঠে– কানেও ব্যথা হয়।

(iv) প্রচন্ড ক্লান্তিভাব দেখা যায়।

(v) বমিবমি ভাব ও বমিও হতে পারে।

(খ) টীকা লেখো- প্রতিষেধক টিকা  ২

উত্তর- প্রতিষেধক টিকা : প্রতিষেধক টিকা আবিষ্কারের আগে এই পৃথিবীতে মানুষ ছিল খুব অসহায়। গুটিবসন্ত বা পোলিও রোগে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। প্রতিষেধক টিকার দ্বারাই হাম, মাম্পস, পোলিও, বসন্ত রোগগুলি থেকে মানুষ আজ প্রায় মুক্ত। প্রতিষেধক টিকা আমাদের শরীরে রোগের জীবাণু গুলির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।




No comments:

Post a Comment