Google Search - www.motaleb783.blogspot.com
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 Part 7 জীবন বিজ্ঞান
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :১×৩=৩
১.১) পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো :
(ক) পাতাঝাঝি (খ) আম (গ) ধান (ঘ) শিমুল
উত্তর- (খ) আম
১.২) মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্ত করো :
(ক) কানের মুক্ত লতি (খ) রোলার জিভ (গ) থ্যালাসেমিয়া (ঘ) হিমোফিলিয়া
উত্তর- (ঘ) হিমোফিলিয়া
১.৩) YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো।
(ক) এক ধরনের (খ) দুই ধরনের (গ) তিন ধরনের (ঘ) চার ধরনের
উত্তর- (ঘ) চার ধরনের
২. A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো :
১×৪=৪
| “A” স্তম্ভ | “B” স্তম্ভ |
| ২.১ স্পাইরোগাইরা | (a) স্টক এবং সিয়ন |
| ২.২ প্রকট বৈশিষ্ট্য | (b) পুনরুৎপাদন |
| ২.৩ গ্রাফটিং | (c) মটরের বেগুনি বর্ণের ফুল |
| ২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য | (d) খণ্ডীভবন |
| (e) মটরের কুঞ্চিত বীজ |
উত্তর-
| “A” স্তম্ভ | “B” স্তম্ভ |
| ২.১ স্পাইরোগাইরা | (d) খণ্ডীভবন |
| ২.২ প্রকট বৈশিষ্ট্য | (c) মটরের বেগুনি বর্ণের ফুল |
| ২.৩ গ্রাফটিং | (a) স্টক এবং সিয়ন |
| ২.৪ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য | (e) মটরের কুঞ্চিত বীজ |
| (b) পুনরুৎপাদন |
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও : ২×৪=৮
৩.১ ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তর- ইতর পরাগযোগের একটি সুবিধা:
(A) ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে।
ইতর পরাগযোগের একটি অসুবিধা:
(A) বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়।
৩.২ শাখাকলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো।
উত্তর- শাখাকলমের সাহায্যে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার: কাণ্ডের শাখাকলম একটি সহজ পদ্ধতি। জনিতৃ দেহ থেকে 20-30 cm কাণ্ডু বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে ভিজে নরম মাটিতে পুঁতে রাখলে কয়েক দিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুল সৃষ্টি হয়ে শাখা-প্রশাখা সৃষ্টি করে। এই রকম কলম গোলাপ, লেবু, জাম, আম, তুলা প্রভৃতি গাছে করা হয়।
৩.৩ মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো।
Google Search - www.motaleb783.blogspot.com
উত্তর- মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্ব:
বার্ধক্য দশায় জীবদেহের কর্মক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। সাধারণত 60 বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা এই দশার অন্তর্ভুক্ত হন। এই দশায়-
(i) অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস রোগ দেখা দেয়।
(ii) রক্তচাপ বৃদ্ধি, ত্বকের কুঞ্চন, দৃষ্টিশক্তি হ্রাস, কানে কম শোনা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পায়।
৩.৪ মেন্ডেল কীভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো।
উত্তর- মটর ফুল উভলিঙ্গ ফুল স্বপরাযোগী কিন্তু মেন্ডেল মটর ফুলের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। তিনি ছোট চিমটের সাহায্যে কিছু ফুলের গর্ভকেশর তুলে ফেলে দিয়ে ফুলটিকে স্ত্রী হলে এবং কিছু ফুলের গর্ভকেশর তুলে ফেলে দিয়ে ফুলটিকে পুরুষ ফুলে রূপান্তরিত করেন। এরপর ব্রাশের সাহায্যে পরাগধানী থেকে পরাগ রেনু তুলে নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করে ইতর পরাগযোগ করেন।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ “সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান”– একটি ক্রুশের সাহায্যে বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো। “থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়” – এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। ৩ + ২ = ৫
উত্তর- লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা: পুত্র ও কন্যা সন্তান সৃষ্টি হওয়ার পিছনে পিতার ভূমিকাই প্রধান। কারণ পিতার সেক্স ক্রোমোজোম X ও Y প্রকারের। যেহেতু মাতার সেক্স ক্রোমোজোম XX প্রকারের, তাই তাদের একধরনের গ্যামেট X তৈরি হয়।অপরপক্ষে, পিতার দু-ধরনের গ্যামেট X ও Y তৈরি হয়। যখন পিতার X গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয়, তখন কন্যাসন্তান (XX) সৃষ্টি হয়। আবার পিতার Y গ্যামেট যখন মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয়, তখন পুত্রসন্তান (XY) সৃষ্টি হয়। অতএব সহজেই বলা যায় যে, পুত্র ও কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকাই প্রধান ।
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর বারবার রক্ত বদলানোর ফলে সৃষ্ট সমস্যা :
(i) দেহের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয় ।
(ii) লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড, যকৃৎ, প্লিহা ও অন্তঃক্ষরা তন্ত্র ইত্যাদি অঙ্গ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। (iii) হার্টফেল, অস্বাভাবিক হার্টরেট প্রভৃতি রোগ লক্ষণও দেখা দেয়।
(iv) থাইরক্সিন হরমোনের ক্রিয়াশীলতা হ্রাস পায়।
Google Search - www.motaleb783.blogspot.com
No comments:
Post a Comment