October Model Activity Task Class 8 Part 7 Poribesh o Bhugol অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 Part 7 পরিবেশ ও ভূগোল


 

অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 Part 7 পরিবেশ ও ভূগোল

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ x ৪ = ৪

১.১ আক্তক্রান্তীয় অভিসরণ অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু মিলিত হয় তা হলো –

ক) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু

খ) উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

ঘ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু

উত্তর- গ) উত্তর-পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু

১.২ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে সেটি হলো –

ক) সিরোকিউমুলাস

খ) অল্টোকিউমুলাস

গ) স্ট্যাটাস

ঘ) কিউমুলোনিম্বাস

উত্তর- ঘ) কিউমুলোনিম্বাস

১.৩ ঠিক জোড়াটি নির্বাচন করো –

ক) মেক্সিকো – ২৩  ডিগ্রী উত্তর অক্ষরেখার বিস্তৃতি

খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়

গ) ক্যালিফোর্নিয়ার উপকূল অঞ্চল — শীতকালীন বৃষ্টিপাত

ঘ) কানাডার কাষ্ঠ শিল্প – ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য

উত্তর- খ) গ্রান্ড ক্যানিয়ন – কলোরাডো নদীর প্রবল পার্শ্বক্ষয়

১.৪ জুন-জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো –

ক) ভেনিজুয়েলা

খ) গায়না

গ) উরুগুয়ে

ঘ) সুরিনাম

উত্তর- খ) গায়না

গ) উরুগুয়ে

ঘ) সুরিনাম

উত্তর- খ) গায়না

২. স্তম্ভ মেলাও :  ১ x ৪ = ৪

Google Search - www.motaleb783.blogspot.com

ক -স্তম্ভ খ- স্তম্ভ 
২.১ স্থানীয় বায়ু i) টিটিকাকা 
২.২ বেশি উচ্চতার মেঘ ii) চিনুক 
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ iii) এস্টেনশিয়া 
২.৪ পশুচারণভূমি iv) সিরাস 

উত্তর-

ক -স্তম্ভ খ- স্তম্ভ 
২.১ স্থানীয় বায়ু ii) চিনুক 
২.২ বেশি উচ্চতার মেঘ iv) সিরাস 
২.৩ দক্ষিণ আমেরিকার একটি হ্রদ i) টিটিকাকা 
২.৪ পশুচারণভূমি iii) এস্টেনশিয়া 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২ x ২ = ৪

৩.১ মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।

উত্তর- মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ গুলি যথা:

ক) শীতল ও ভারী বাতাস :- মেরু অঞ্চলে সারাবছর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। সমগ্র মেরু অঞ্চল বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে, সেকারণে এখানের বাতাস ভারী এবং শীতল হয় । শীতল এবং ভারী বায়ুর উচ্চচাপ সৃষ্টিতে ভূমিকা পালন করে।

থ) সূর্য রশ্মির তির্যক প্রতিফলন :- মেরু অঞ্চলে তির্যক সূর্য রশ্মি থাকায় সূর্যের তাপ খুব কম থাকে। তার ফলে জলীয়বাষ্প ভবনের পরিমাণ অনেক কম হয় যা বায়ুচাপ তৈরিতে সহায়তা করে।

৩.২ দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর- দক্ষিণ আমেরিকার নদী গুলির বিশেষ বৈশিষ্ট্য গুলি হল :

ক) দক্ষিণ আমেরিকার নদীগুলি আয়তনে অনেক বড়ো এবং দীর্ঘ।

খ) নদীগুলো বরফ গলা জল এবং বৃষ্টির জলে পুষ্ট হওয়ার কারণে সারা বছর সমপ্রবাহী।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৩ x ১ = ৩

৪.১ ‘প্রতীপ ঘূর্ণবাত ঘূর্ণবাতের বিপরীত অবস্থা’ – বক্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর- ঘূর্ণবাত কি :- কোনো স্থানে গভীর নিম্নচাপ তৈরি হলে সেই অঞ্চলের উচ্চচাপের অধিকাংশ বায়ু নিম্নচাপের কেন্দ্রের দিকে কুন্ডলীর মত ঘুরতে ঘুরতে দ্রুত বেগে অগ্রসর হতে থাকে । উত্তর গোলার্ধে এর গতি বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে থাকে।

প্রতীত ঘূর্ণবাত :- হিমমন্ডল এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের অন্তর্গত কোন স্থানের বায়ু যদি হঠাৎ খুব শীতল ও ভারী হয়ে যায়, তখন সেখানকার বায়ুমন্ডলে উচ্চচাপ সৃষ্টি হয় হয়। ঐ উচ্চচাপের কেন্দ্রের বাইরে শীতলতা ও বায়ুর চাপ খুব কম থাকে । এর ফলে উচ্চচাপের কেন্দ্র থেকে শীতল ও শুষ্ক বায়ু চারিদিকের নিম্নচাপের অভিমুখে অগ্রসর হয় এই ধরনের ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত ।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে পরিশেষে বলা যেতে পারে প্রতীপ ঘূর্ণবাত অবশ্যই ঘূর্ণবাত এর বিপরীত অবস্থা এই কথা যথার্থ এবং সত্য।

৫. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৫ x ১ = ৫

৫.১ ‘হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ’– ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো

উত্তর- হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত সমৃদ্ধ একটি অঞ্চল। এই অঞ্চলের কৃষি কাজের সমৃদ্ধির প্রধান কারণগুলি হল যথা –

ক) অনুকূল ভূমি :- হ্রদ অঞ্চলের অধিকাংশ স্থান সমতল সমভূমি হওয়ার কারণে কৃষিকাজে যথেষ্ট উপযোগী । সমতল মাটি কৃষিকাজের সহায়তা করে।

খ) অনুকূল জলবায়ু :- হ্রদ অঞ্চলে পরিমিত বৃষ্টিপাত উষ্ণতা যুক্ত নাতিশীতোষ্ণ আদ্র জলবায়ু হওয়ার কারণে গম, ভুট্টা প্রভৃতি কৃষিজ ফসল উৎপাদনের পক্ষে বিশেষ উপযোগী হয়।

গ) অনুকূল মৃত্তিকা :- এই অঞ্চলের উর্বর চারনোজেম মাটি কৃষিকাজের পক্ষে আদর্শ।

ঘ) জলসেচের সুব্যবস্থা :- হ্রদ গুলি থেকে কৃষির প্রয়োজনীয় জল এবং জল সেচের মাধ্যমে সহজেই তার প্রাপ্যতা কৃষিকাজে প্রভূত সাহায্য করে।

ঙ) শস্যাবর্তন :- হ্রদ অঞ্চল একই জমিতে একই ফসল বরংবার চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল চাষ করার ফলে ,জমির উর্বরতা বজায় থাকে, তাই উৎপাদন বেশি হয়।

Google Search - www.motaleb783.blogspot.com


No comments:

Post a Comment