October Model Activity Task Class 8 Part 7 Poribesh o Bigyan অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 Part 7 পরিবেশ ও বিজ্ঞান


 

অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 8 Part 7 পরিবেশ ও বিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩=৩

১.১ আপেক্ষিক তাপের একক হলো –

(ক) ক্যালোরি g °C

(খ) ক্যালোরি / g°C

(গ) ক্যালোরি g / °C

(ঘ) ক্যালোরি °C/g

উত্তর- (খ) ক্যালোরি / g°C

১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎবিশ্লেষণের সময়—

(ক) অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়

(খ) অ্যানোডে বিজারণ ঘটে

(গ) ক্যাথোডে জারণ ঘটে

(ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়

উত্তর- (ঘ) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়

১.৩ ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো—

(ক) অ্যানোফিলিস মশা

(খ) কিউলেক্স মশা

(গ) এডিস মশা

(ঘ) বেলেমাছি

উত্তর- (গ) এডিস মশা

২. ঠিক বাক্যের পাশে image 48 চিহ্ন আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও : ১×৩=৩

২.১ অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

উত্তর-  ঠিক  image 48

২.২ সবুজ চায়ে ভিটামিন K পাওয়া যায়।

উত্তর-  ঠিক  image 48

২.৩ অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়।

উত্তর-  ঠিক  image 48

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২×৪=৮

Google Search - www.motaleb783.blogspot.com

৩.১ তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।

উত্তর- যে প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই বেশি উষ্ণ অঞ্চল থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাকে বিকিরণ প্রণালী বলে । সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছোয়।

৩.২ CuSO4 + Fe = Cu+ FeSO4 , বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লেখো।

উত্তর-  

IMG 20211018 234050

৩.৩ ডায়ারিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে?

উত্তর- ডায়ারিয়া হলে যে যে সমস্যাগুলি দেখা দিতে পারে তা হল-

ক. শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে।

খ. শরীরের পাচক রস নষ্ট হয়ে যেতে পারে। ও মলের সঙ্গে রক্ত বের হতে পারে।

গ. শরীরের জলসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হতে পারে এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে

৩.৪ মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো।

উত্তর- মেজর ও মাইনর কার্পের পার্থক্যগুলি হল

বিষয় মেজর কার্পমাইনর কার্প
আকার আকারে বড়ো হয় আকারে ছোটো হয় 
ডিম পাড়ার ধরন সাধারণত বন্ধ জলে ডিম পাড়ে না সাধারণত বন্ধ জলে ডিম পাড়ে 

৪. তিনটি-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন।

উত্তর- কোনো পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বোঝা যায় কয়েকটা পর্যবেক্ষণে যেমন:

(i) রাসায়নিক পরিবর্তনে রঙ পরিবর্তন হয় অর্থাৎ রঙ্গিন থেকে বর্ণহীন অথবা বর্ণহীন থেকে রঙ্গিন।

(ii) তাপের উদ্ভব বা শোষণ হতে পারে।

(iii) বর্ণযুক্ত বা গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হতে পারে।

৪.২ ‘‘রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়”— তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন ?

উত্তর-  i) অনেকসময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

ii) আবার অনেকসময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়।

iii) রাসায়নিক পদার্থগুলো খাদ্যশৃঙ্খলে প্রবেশ করলে, থাদ্যশৃঙ্খলের শেষের দিকের জীবদের ক্ষতি হতে পারে।

iv) রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

v) রাসায়নিক পদার্থগুলো অনেকসময় উপকারী পতঙ্গদের ( মৌমাছি, প্রজাপতি ) মেরে ফেলে।

এইসব কারণেই অনেকসময়  ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়।

Google Search - www.motaleb783.blogspot.com


No comments:

Post a Comment