Model Activity Task Class 5 Part 8 Amader Paribesh
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 5 Part 8 আমাদের পরিবেশ
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম –
(ক) ভার্টিব্রা
(খ) টিবিয়া
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার
উত্তরঃ (গ) হিউমেরাস
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো –
(ক) গোরু
(খ) ছাগল
(গ) শিয়াল
(ঘ) ভেড়া
উত্তরঃ (গ) শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো –
(ক) রুইমাছ
(খ) কেঁচো
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তরঃ (খ) কেঁচো
১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ হয় –
(ক) রাঢ় অঞ্চলে
(খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে
উত্তরঃ (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলো –
(ক) পারসে
(খ) ট্যাংরা
(গ) রুই
(ঘ) সার্ডিন
উত্তরঃ (ঘ) সার্ডিন
১.৬ সর্বপল্লী রাধাকৃষ্ণায়াণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো –
(ক) শিক্ষক দিবস
(খ) দিবস
(গ) শিশু দিবস
(ঘ) সাধারণতন্ত্র দিবস
উত্তরঃ (ক) শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করো : ১×৩ = ৩
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও __________________ ।
উত্তরঃ বাংলাদেশ
২.২ বিপ্লবী সূর্য সেন ___________________ নামে পরিচিত ছিলেন।
উত্তরঃ মাস্টারদা
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো __________________ ।
উত্তরঃ গঙ্গা
৩. ঠিক বাক্যের পাশে ‘
’ আর ভুল বাক্যের পাশে ‘ x ’ চিহ্ন দাও :
৩.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তরঃ ![]()
৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তরঃ ![]()
৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি।
উত্তরঃ x
৪. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো : ১ × ৩ = ৩
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ৪.১ জলদাপাড়া | (ক) ডলফিন |
| ৪.২ খড়গপুর | (খ) টেরাকোটার কাজ |
| ৪.৩ বিষ্ণুপুর | (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
| (ঘ) গন্ডার |
উত্তরঃ
| বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
| ৪.১ জলদাপাড়া | (ঘ) গন্ডার |
| ৪.২ খড়গপুর | (গ) আইআইটি শিক্ষাকেন্দ্র |
| ৪.৩ বিষ্ণুপুর | (খ) টেরাকোটার কাজ |
| (ক) ডলফিন |
৫. একটি বাক্যে উত্তর দাও : ১ × ৪ = ৪
৫.১ কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তরঃ যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।
৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তরঃ হৃদপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়।
৫.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তরঃ দোয়াস মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।
৫.৪ কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন?
উত্তরঃ রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৬ = ১২
৬.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তরঃ আমার জানা দুরকমের রাসায়নিক বিক্রিয়া হল –
(১) লোহায় মরচে ধরা এবং (২) দুধ থেকে ছানা তৈরি করা।
৬.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?
উত্তরঃ বৃষ্টির জল ধরে সেই জল বাগানে চারা গাছে ব্যবহার করা যাবে। কৃষিক্ষেত্রে ও বৃষ্টির জল ব্যবহার করা যাবে। বৃষ্টির জল ধরে রেখে গৃহের কাজে যেমন ঘর মোছা, বাথরুমে ব্যবহার, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়।
৬.৩ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন কৃষিজ ও প্রাণিজ খাদ্যের মাধ্যমে কীটনাশক মানবদেহে প্রবেশের কারণে মানুষের হার্ট, কিডনি, লিভার, স্নায়ু, ত্বক আক্রান্ত হচ্ছে। নানাবিধ ফলমূলে রাসায়নিক পাউডার দিয়ে কাঁচা ফল পাকানো হচ্ছে, এমনকি টমেটো পর্যন্ত রাসায়নিক প্রক্রিয়ায় টসটসে করে পাকানো হচ্ছে।
৬.৪ কী উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তরঃ দামোদর ভ্যালি কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। প্রথম দিকে দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন এবং ডিভিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থ-সামাজিক উন্নতির জন্য।
৬.৫ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো
(i) এই অঞ্চলের মাটি লবণাক্ত ও কাদা প্রকৃতির হয়।
(ii) এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে তাই এখানে প্রচুর শ্বাসমূল দেখতে পাওয়া যায়।
৬.৬ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তরঃ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে আমরা এই ব্যবস্থাগুলি নিতে পারি:
(i) বর্জ্য পদার্থ বা আবর্জনা খাল ও নদীতে ফেলা যাবে না।
(ii) লুপ্তপ্রায় মাছগুলি কে চিহ্নিত করে সেগুলিকে জেলেদের না ধরার নির্দেশ দিতে হবে।
(iii) লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে হবে।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ২ × ৬ = ১২
৭.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তরঃ ভূমিকম্পে, সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফারাও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে।
৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তরঃ পুকুর-নদী-সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঠান্ডা। তাই সেই বাষ্প জমে জল হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয়, তুষার জমে বরফ হয়ে যায়। এইভাবে পর্বতের মাথায় বরফ জমে।
৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তরঃ 26 শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমাদের দেশে পালন করা হয়। 1929 সালে পূর্ণ স্বরাজ আনার শপথ ঘোষণার পর 1930 সাল থেকে 26 শে জানুয়ারি কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল । আমাদের দেশ স্বাধীনতা পায় 1947 সালের 15 ই আগস্ট। 1930 সালের 26 শে জানুয়ারি দিনটিকে শ্রদ্ধা জ্ঞাপন হিসেবে 1950 সালের 26 শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেদিন থেকেই সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস হিসেবে 26 শে জানুয়ারি দিনটি পালন করা হয়।
No comments:
Post a Comment