সুখ যা দোকান থেকে কেনা যায় না


 “সুখ দোকান থেকে কেনার জিনিস নয়, মানুষ তা কর্মের মাধ্যমে অর্জন করে” দালাই লামার একটা বিখ্যাত উক্তি। 


একথা কাউকে খুব ভাবাবে। কারো কারো মনে ভালো কথা শোনার আনন্দ জাগিয়ে দেবে- আবার বিধর্মীর কথায় কান দিলে পাপ হবে- এমন কথা বলার মানুষও বিস্তর রয়েছে। 

মূর্খের কাছে গোলাপ ফুলের বর্ণনা হচ্ছে স্রেফ গোলাপী রঙের ফুল। এর বেশী বলতে হলে জ্ঞান লাগে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু পড়লেই মানুষ জ্ঞানী হয়ে যায়না। আবার অনেক সময় শোনা যায়, অমুক মানুষটা বেশী লেখাপড়া করেনি কিন্তু খুব ভালো জানে ও বোঝে। এই জানা ও বোঝার সামর্থই আসল। সে সামর্থ না থাকলে মানুষ দেখবে, শুনবে সবই- বুঝবে নিজের মতো করে। 

অজ্ঞান মানুষ নিজের মতো করে বুঝে ভেবে নেয়, কোনটা ঠিক-কোনটা বেঠিক। বিপত্তি এখানেই। যে সত্যিই খুব ভালো জানে বোঝে, সে হয় বিনয়ী। নিজের জ্ঞান জানান দিতে তার বিশেষ ছটফটানি নেই। জ্ঞানদানের জন্য অন্যের উপর ঝাঁপিয়ে পড়েনা।

ঝাঁপিয়ে বা হামলে পড়ে তারাই- যারা জানে কম। কম জানা মানুষের সবচেয়ে বড় সংকট- নিজেকেই জানেনা, চেনেনা। যে মানুষেরা নিজেকে চেনেনি- সে পৃথিবী, ধর্ম, সৃষ্টিকর্তা ও তাঁর বিপুল বিস্ময় কি করে বুঝবে !

No comments:

Post a Comment