কোনো কোনো দিন—
হঠাৎ ভোররাতে দুঃস্বপ্নে
বিচ্ছিরি ভাবে ঘুম ভেঙে যায়।
ঘরের চারিদিকে গাঢ় অন্ধকার
জানালায় মোটা পর্দা,
ডিম লাইটা আজকাল বন্ধই থাকে,
এই বিষণ্ণ, একাকিত্ব অন্ধকারটা বড্ড ভালো লাগে।
কোথাও সামান্য আলো সহ্য হয় না!
হঠাৎ ঘরজুড়ে—
কাজলে ডুবে থাকা দুটি চোখ ভেসে উঠে,
কাজলকালো দুটি তৃষ্ণার্ত মণি।
কাউকে তীব্র দেখার ইচ্ছা সেই দু'চোখে!
তুমি বলতে;
একদিন আমাকে না দেখলে
তোমার চোখের কাজল লেপ্টে যায়।
দু'চোখে ভেসে উঠে এক আকাশ মেঘ।
তাইতো প্রতিদিন অফিস শেষে
দু'ঘন্টার জ্যাম সহ্য করে কাজল কালো
দু'টো চোখের তৃষ্ণা মেটাতে আসতাম।
আসতাম, মেঘটুকু নিজের করে নিতে!
ঘরজুড়ে কাজলে ডুবে থাকা দু'টো চোখে
আজও সেই এক আকাশ বিষণ্ণ মেঘ,
আমাকে একবার দেখার তীব্র ইচ্ছে,
প্রতিটা রাত চোখে এঁকে দিচ্ছে কাজল!

No comments:
Post a Comment