উটের অশ্রু .


 উটের অশ্রু ..


উট সাধারণত ঘাস, লতা-পাতা ইত্যাদি খায়। তবে উট কখনও কখনও অসময়ে মরুভুমির বিষাক্ত সাপও খেয়ে ফেলে। অবশেষে বিষের প্রতিক্রিয়ায় শরীরে উত্তাপ সৃষ্টি হয়। যার কারণে উট খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে। কিন্তু সারা দেহে বিষ ছড়িয়ে যাওয়ার ভয়ে আট ঘন্টা পর্যন্ত উট পানি পান করা থেকে বিরত থাকে। ইতিমধ্যে শরীরে সৃষ্ট উত্তাপ থেকে তৈরি হয় এক প্রকারের অশ্রু, যা চোখের পাতার নীচে একটি ছোট্ট থলিতে জমা হয়।

এই অশ্রু সাধারণ কোনো অশ্রু নয়। আল্লাহ তাআ'লা এর মধ্যে রোগ নিরাময়ের বিশেষ গুন রেখেছেন। মাত্র এক ফোঁটা অশ্রু সাপের কামড়ের বিষ নিরাময় করে !


আজ আবিষ্কার হওয়া এই সত্যটি আরবের লোকেরা বারো শত বছর আগে অভিজ্ঞতার মাধ্যমে জানতে পেরেছিল।

বর্তমানে উটের অশ্রু দ্বারা তৈরী ঔষধ সাপের কামড়ের পরীক্ষিত প্রতিষেধক।

সুবহানাল্লাহ! 


যিনি উটকে এই বিস্ময়কর ও অলৌকিক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তিনি কত মহান ও ক্ষমতাবান।

আল্লাহ তাআ'লা বলেন:

তারা কী উটকে দেখে না, কীভাবে উহা সৃষ্টি  করা হয়েছে?



No comments:

Post a Comment