-পরিবর্তন।


 জীবনের সবচেয়ে বড় আঘাত গুলো হাসি মুখে মেনে নেওয়াটাও পরিবর্তন। তুমি পরিবর্তন চেয়েছিলে, পরিবর্তন কাকে বলে জানো! যেই মানুষটা তোমাকে বার বার ভালোবাসি ভালোবাসি বলতো আর তুমি বিরক্ত হয়ে বলতে অতিরিক্ত কোন কিছু  ভালো না। সেই মানুষ টা সারাদিনেও এখন আর তোমাকে ভালোবাসি বলে না।


যেই মানুষটা সবসময় অপেক্ষায় থাকতো তোমার কাছ থেকে একটু সময় পাওয়ার জন্য। অপেক্ষা কে উপেক্ষা করে কঠিন শব্দ রূপে তুমি যখন কড়া সুরে বলতে অপেক্ষা করাটা সময় নষ্ট করা ছাড়া কিছই না। সেই মানুষটাই এখন সময় মূল্য দিতে শিখে গেলো, আর অপেক্ষা করতে ভুলে গেলো।


তোমাকে হারানো ভয়ে যে মানুষটা কাঁদতো, ঘুম না আসা রাতে যে মানুষটা তোমার সাথে একটু কথা বলার জন্য ছটফট করতো। আর তোমার কাছে এগুলো পাগলামি ছাড়া কিছুই মনে হতো না।সেই মানুষটা এখন আর তোমাকে বিরক্ত করে না।সব পাগলামি ছেড়ে দিয়ে নিজেকে একজন সুস্থ মানুষ হিসাবে তৈরি করে নিলো।


যেই মানুষটা তোমার একটা ক্ষুদে বার্তার অপেক্ষায় মোবাইলের স্ক্রিনে চেয়ে থেকে রাত পার করে দিতো, তুমি খেয়েছো কিনা, ঠিক মতো ঘুমিয়েছো কিনা আর তোমার কাছে এগুলো নেকামো মনে হতো! সেই মানুষটা এখন আর তুমি কেমন আছো সেটাও জানতে চায় না।


তোমাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবলেই যেন মানুষটার হৃদয় কেঁপে উঠতো। অথচ তুমি যেদিন চলে গেলে সেই মানুষটা একটুও কাঁদলো না বরং হাসি মুখে তোমাকে যেতে দিলো। তুমি বুঝতেই পারলে না তোমার করা অবহেলা গুলো কখন এই দুর্বল  মনের মানুষটাকে কখন এতোটা কঠিন করে দিলো একটু একটু করে বাস্তবতা শিখিয়ে দিলো সেই মানুষটা এখন কষ্ট পেতেই ভুলে গেলো।


 তুমি পরিবর্তনের শুরুটা করেছো তবে তুমি কখনো অনুভব করোনি পাগলামি ছারা ভালোবাসা হয় না। যেদিন অনুভব করবে পাগলামি করা মানুষটাকে খুঁজবে।প্রতিশ্রুতি ভুলে যাওয়া পরিবর্তন নয় এটা তো প্রবঞ্চনা হয়। 


----পরিবর্তন। 


No comments:

Post a Comment