আমি অপ্রেমিক বলছি!


 আপনি প্রিয় মানুষ হারানোর শোক জানেন?  

যন্ত্রণার প্রতিধ্বনি কখনো কি শুনেছেন? 

তুমি থেকে আপনি হওয়ার গল্পটা কি জেনেছেন;তার ভিতরে থাকা আত্মিক বন্ধনের অবসাদ-বিষণ্ণতা কি দেখেছেন? 


আপনি আর কাছে আসলেন কই;

কাছে এসে ব্যথা খুঁজলেন কই;অনুভব করলেন কই? 


আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম‌ তাই না ;

আত্মার বন্ধনে আবদ্ধ ছিলাম তাহলে আজ কেন আপনার চলে যাওয়ার বুকের ভিতর মস্ত অসুখ;কাছে আসায় বর্ণের পার্থক্য হলো? 


আপনার অস্তিত্বে আমার ছুঁটে চলা ছিলো;কারণে-অকারণের ভালোবাসা;কাছে আসা ছিলো;নয়ন জুড়ে দেখার কামনা ছিলো;বক্ষের মাঝে স্পর্শের কম্পন ছিলো 

তাহলে আজ কেন আপনি দূরত্বের সামিয়ানায় নিজেকে মেখে দূরত্ব করলেন আলোকবর্ষ?কেন করে নিলেন বিচ্ছেদ? 


মেনে নিলাম অভিমান ছিলো আমার কিছুটা 

ছিলো কিছু অভিযোগ আচ্ছা আপনি বলেন ভালোবাসায় কি 

অভিমান করা যায় না? 

যদি ভালোবাসার মানুষের সাথে কিংবা ভালোবাসায় অভিমান না করা যায় তাহলে সেটা কি আদৌ ভালোবাসো ছিলো? 


আপনি আমার অপূর্ণতা গল্পের জন্য একজন দক্ষ অভিনেত্রী আর আমি না হতে পারলাম প্রেমিক না হতে পারলাম দক্ষ অভিনেতা;আমি বরাবরই অপ্রেমিক! 


আমি অপ্রেমিক বলছি! 


No comments:

Post a Comment