জীবন একটা ভুল মানুষ আসা সত্যিই খুব দরকার।


 জীবন একটা ভুল মানুষ আসা সত্যিই খুব দরকার। ভুল না করলে জীবনে তুমি কখনো দক্ষ হবে না।

কিছু শিখতে পারবে না।ভুল করা প্রয়োজন মানুষ ভুল করতে ই পারে। তবে তা যেনো পুনরায় না হয় এটাই আসল ভুলের শিক্ষা ।।তুমি মানুষ চিনবে না।তবে কি যানো দুটো জিনিস করবে হয় সে মানুষ টা সব কিছু পাল্টে  দেবে, না হয় শিক্ষা দিয়ে যাবে। প্রথমে খুব কষ্ট হবে এক অসহ্য যন্ত্রণা।আবেগ টা সতিই  খুবই খারাপ।এই মানুষ টা একটার পর একটা আঘাত করবে।তুমি ভাঙ্গতে শুরু করবে। তাও তুমি তাকে আটকে রাখতে চাইবে।কিন্তু যে যাওয়ার সে ও কোনো বাধা মানবে না।তার পর একটু একটু করে তুমি বাস্তবতা টা বুঝবে।তোমার একটা পরিবর্তন হবে।তুমি আর মানুষ খুঁজবে না ভালো থাকার জন্য।বরং মানুষ এরিয়ে যাবে।কে কি বললো তাতে তোমার কিছু আসে যাবে না।তুমি কারো কাজ থেকে কিছুই আশা ও করবে না।তাই তোমার আর কারো কথায় বা কিছু না ফেলে  আর আগের কষ্ট টা হবে না।আঘাত পেতে পেতে তুমি হয়ে উঠবে খাটি সোনা ।।আর যে আঘাত করবে সে ক্ষত হতে থাকবে।খাটি সোনা কিন্তু ক্ষয় হয় না তা আঘাত পেলে আরো চকচক করে। এক সময় সে হারিয়ে যাবে মূল্য হীন হয়ে।।।আঘাত পেতে পেতে  আরো শক্ত হয়ে উঠবে তুমি। তবে সত্যিই  কি যানো আমরা ভুল মানুষ টাকে সব টুকু ভালোবাসা দিয়ে দি।তার পর শূন্য জগতে দাড়িয়ে থাকি।না হলে ভালোবাসা টাকে একটা বাক্সেতে ভরে তালা মেরে মাঝ সমুদ্রে ফেলে দি। ভুল মানুষ  টাকে ভুলতে পারি না আর সঠিক মানুষ এর আশা ও করি না।মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো।যা কিছুদিন পড়ে ঝরে যায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো যা আলাদা করতে চাইলে ও করা যায় না। যে মানুষ টা ভালো ব্যবহার ই তুমি তাকে ভালোবেসোছো। একদিক তার খারাপ ব্যবহার ই তুমি তার কাজ থেকে দূরে চলে যাবে। অপ্রিয় হলেও বাস্তব এটা।এখন বুঝতে পারবে নিজে কি ঠিক আর কি ভুল।তুমি মানুষ এর কষ্টের অনুভূতি গুলো বুঝতে পারবে।একজন মানুষ এর কষ্ট বুঝার মত মানুষ পৃথিবীতে খুব  দূলব্। বলতে পারো খুব কম আছে।একটু চিন্তা করলে বুঝতে পারবে মানুষ টার সাথে দেখা হওয়ার আগে তুমি এক রকম ছিলে।আর এখন তুমি বাস্তব পৃথিবী টা কে দেখতে পাবে।তাকে হারিয়ে তুমি নিজেকে বুঝার চেষ্টা করবে।নিজেকে খুঁজবে।অদ্ভুত ব্যাপার হলো তুমি এমন এক জায়গায় আসবে যেখানে আর কারো সাথে তর্ক করতে ইচ্ছে করবে না।যদি কেউ বলে যে 1+1=5 হয়। তুমি বলবে একদম ঠিক কথা বলেছো।এটাই পরিবর্তন।🖤💔


No comments:

Post a Comment