মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট 5 (Model Activity Task 2021 Class 6 History Part 5


                  বিষয়ঃ- ইতিহাস

শ্রেণীঃ- ষষ্ঠ শ্রেণি

১. বেমানান শব্দটি খুঁজে লেখাে:

১.১) সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ

১.২) ব্রম্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাক্ষ্মণ

১.৩) বিদথ, সভা, সমিতি, রত্নিন

উত্তরগুলিঃ ১.১) মহাকাব্য ১.২) ব্রাক্ষ্মণ ১.৩) রত্নিন

২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে:

২.১) দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।

২.২) চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।

২.৩) বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলােচনা।

উত্তরগুলিঃ ২.১) সত্য ২.২) মিথ্যা ২.৩) মিথ্যা

৩. একটি বা দুটি বাক্যে লেখাে:

৩.১) বেদের আরেক নাম শুতি কেন?

উত্তরঃ বেদ প্রথম দিকে লিখিত রুপে ছিল না। ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী ঋষিরা মনে রাখতেন এবং তাদের কাছ থেকে শিষ্যরা সেই বাণী শুনে শুনে মুখস্ত করে নিত, তাই বেদের আরেক নাম শ্রুতি।

৩.২) জনপদ কী?

উত্তরঃ প্রাচীন ভারতে গ্রামের থেকে বড়াে অঞ্চলকে জন বলা হতাে। তাই জনগণ যেখানে পা বা পদ রাখত অথাৎ বাস করত সেই অঞ্চলকেই জনপদ বলা হয়।

৪. নিজের ভাষায় লেখাে (৩ - ৪ টি বাক্যে):

বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?

উত্তরঃ আদি বৈদিক যুগে ব্যবসাবাণিজ্যের বিশেষ চলন ছিল না। সরাসরি সমুদ্র-বাণিজ্যের কথা ঋকবেদে নেই। পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যবসাবাণিজ্যের কথা বেশি পাওয়া যায়। তবে সমুদ্রবাণিজ্য এই আমলেও ছিল কিনা নিশ্চিত জানা যায় না। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হতাে। তবে মুদ্রার ব্যবহার ছিল বলে মনে হয় না। যদিও নিষ্ক, শতমান এগুলি হয়তাে মুদ্রার মতাে ব্যবহার হতাে।


     Next Subject Click Now


Google Search - www.motaleb783.blogspot.com

No comments:

Post a Comment