১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো -
(ক) সোনা
(খ) তামা
(গ) লোহা
(ঘ) অ্যালুমিনিয়াম।
উত্তর: (গ) লোহা
১.২ আয়তন পরিমাপের একক হলো–
(খ) সেন্টিমিটার
(গ) বর্গ সেন্টিমিটার
(ঘ) ঘন সেন্টিমিটার।
উত্তর: (ঘ) ঘন সেন্টিমিটার।
১.৩ অবিশুদ্ধ রক্ত হলো –
(ক) যে রক্তে কেবল CO2 থাকে
(খ) যে রক্তে O2 -এর তুলনায় CO22 বেশি থাকে
(গ) যে রক্তে কেবল O2 থাকে
(ঘ) যে রক্তে CO2 -এর তুলনায় O2 বেশি থাকে।
উত্তর: (খ) যে রক্তে O2-এর তুলনায় CO2 বেশি থাকে
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ SI পদ্ধতিতে বলের একক কী?
উত্তর: SI পদ্ধতিতে বলের একক নিউটন।
২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: তরলের চাপ তরলের গভীরতার সাথে সমানুপাতিক কোথায় যত গভীরে গেলে চাপ ততো বাড়বে।
২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়?
উত্তর: মানবদেহের মাথার করোটিতে অচল অস্থিসন্ধি দেখা যায়।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো।
উত্তর: আমরা জানি চাপ = বল ÷ ক্ষেত্রফল
অর্থাৎ, চাপ = 90 ÷ 0.09 নিউটন / বর্গমিটার
চাপ = 1000 টন / বর্গমিটার।
৩.২ রক্তের কাজ কী কী?
উত্তর: রক্তের কাজগুলো হলো:- (i) অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা।
- (ii) হরমোন উৎসেচক খাদ্যকণা ইত্যাদি কোষে কোষে পৌঁছে দেওয়া।
- (ii) রক্ত তরল যোগকলা হওয়ায় বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করা।
- (iv) রোগজীবাণু ধ্বংস করা রক্তের শ্বেত রক্ত কণিকার কাজ।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
উত্তর: বাইরে থেকে যা প্রয়োগ করে কোন স্থির বস্তুকে গতিশীল কিংবা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা তা করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে।বস্তুর আকার আয়তন পরিবর্তন করার জন্যেও বল প্রয়োগ করতে হয়।
CGS পদ্ধতিতে বলের একক ডাইন এবং এস আই পদ্ধতিতে বলের একক হল নিউটন।
৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?
উত্তর: মানবদেহের শ্বাসবায়ু গ্রহণ করাকে প্রশ্বাস এবং শ্বাসবায়ু ত্যাগ করাকে নিঃশ্বাস বলে। প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া ঘটানোর জন্য মানবদেহে রয়েছে মধ্যচ্ছদা (diaphragm) ও পাঁজরের মধ্যবর্তী পেশী (intercostal muscle) ।মধ্যচ্ছদা যখন সংকুচিত হয়ে নিচের দিকে নামে তখন বক্ষগহ্বর প্রসারিত হয়ে ফুসফুসে বায়ুর প্রবেশ করে অর্থাৎ প্রশ্বাস প্রক্রিয়াটি ঘটে। আবার মধ্যচ্ছদা উপরে উঠে আসলে গহবর আগের অবস্থায় ফিরে আসে তখন ফুসফুসের উপর চাপ পড়ে ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু বাইরে বেরিয়ে যায় অর্থাৎ নিঃশ্বাস প্রক্রিয়াটি ঘটে।


No comments:
Post a Comment