Model activities Task class 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণির ভৌত বিজ্ঞান part 5

 

ভৌতবিজ্ঞান

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো—

১.১ যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো—

(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড (ঘ) অ্যাসেটিক অ্যাসিড

উত্তর- অ্যাসেটিক অ্যাসিড

১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো—

(ক) P4O10  (খ) গাঢ়  H2SO4  (গ) অনার্দ্র CaCl2  (ঘ) CaO

উত্তর- CaO

১.৩ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো— (ক) WmK (খ) Wm-1K (গ) Wm-1K-1 (ঘ) WmK-1

উত্তর- Wm-1K-1

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :

২.১ তড়িৎবিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে ইলেকট্রন।

উত্তর- মিথ্যা

২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য।

উত্তর- সত্য

২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই।

উত্তর- সত্য

৩. সংক্ষিপ্ত উত্তর দাও

৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca = 40 )

উত্তর- ক্যালশিয়াম কার্বনেটের (CaCO3 ) আণবিক ভর = (40 + 12 + 48) = 100 গ্রাম

100 গ্রাম  CaCO3 তে ক্যালশিয়াম আছে 40 গ্রাম

অতএব, ক্যালশিয়াম কার্বনেটে ক্যালশিয়ামের শতকরা পরিমান 40%।

৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন ?

উত্তর- অ্যামোনিয়া, সালফার ট্রাই অক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয়, কারন অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অনুঘটন বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১. একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10 V ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোষটিকে ৪ ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।

উত্তর- তড়িচ্চালক বল (E) = 10 V

অভ্যন্তরীণ রোধ = 2 ওহম

রোধকের রোধ = 8 ওহম

মোট রোধ (R) = (2+8) = 10 ওহম

প্রবাহমাত্রা (I) = E/R

I = 10/10 অ্যাম্পিয়ার

I = 1 অ্যাম্পিয়ার

জুলের সূত্র অনুযায়ী পরিবাহীতে উৎপন্ন তাপ,

H= I2.R.t

H = (1)2 × 10 × 60J

H= 600J

সুতরাং রোধকটিতে উৎপন্ন তাপের পরিমান = 600 জুল।


       Next subject click here


Google Search - www.motaleb783.blogspot.com





No comments:

Post a Comment