মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণি
গণিত
নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ:
1. বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন(MCQs)
(i) (0.3×0.5)-এই গুণ ফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে
(a) 1 ঘর আগে
(b) 2 ঘর আগে
(c) 3 ঘর আগে
(d) 4 ঘর আগে
উত্তর-(b) 2 ঘর আগে
(ii) 1.8 মিটার =
(a) 1800 সেন্টিমিটার
(b) 180 সেন্টিমিটার
(c) 18 সেন্টিমিটার
(d) 18000 সেন্টিমিটার
উত্তর-(b) 180 সেন্টিমিটার
(iii) 10%মানে
(a) শতকরা 100
(b) 100/10
(c) প্রতি 100-এর জন্য
(d) শতকরা 10%
উত্তর-(c) প্রতি 100-এর জন্য
(iv) নিচের কোনটি আয়তঘন নয়
(a) ইট
(b) ছক্কা
(c) বই
(d) বোতল
উত্তর-(d) বোতল
2. সত্য / মিথ্যা লেখ (T/F):
(a) -2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা।
উত্তর-মিথ্যা
(b) পরিবারের সদস্য
3
4
পরিবারের সদস্য
//
/////
4 জন সদস্য যুক্ত পরিবারের পরিসংখ্যা 5
উত্তর- সত্য
| Model Activity Task Part 5 Mathematics Class 6 |
উত্তর-
| মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ গণিত ষষ্ঠ শ্রেণি |
4.(a) 145 ও 232 সংখ্যা দুটির গ .সা.গু নির্ণয় করো ও ওই গ .সা.গু এর সাহায্যে ল.সা.গু নির্ণয় করো ।
উত্তর-
(b) সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো:
(+7), (-7)
উত্তর-

No comments:
Post a Comment