Google Search - www.motaleb783.blogspot.com
মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 10 Part 7 ভৌত বিজ্ঞান
১.ঠিক উত্তর নির্বাচন করো : ১×৩=৩
১.১ আধানের SI একক হলো-
(ক) ওহম (খ) অ্যাম্পিয়ার (গ) ভোল্ট (ঘ) কুলম্ব
উত্তর- (ঘ) কুলম্ব
১.২ ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –
(ক) দ্বিগুণ হবে (খ) চারগুণ হবে (গ) ছয়গুণ হবে (ঘ) আটগুণ হবে
উত্তর- (খ) চারগুণ হবে
১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে
(ক) ইলেকট্রন (খ) শুধু ক্যাটায়ন (গ) শুধু অ্যানায়ন (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
উত্তর- (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ ১×৩=৩
২.১ স্থির উয়তায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্প ঘনত্বের চেয়ে বেশি।
উত্তর- মিথ্যা
২.২ ধাতুর তড়িৎ পরিবহণের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।
উত্তর- মিথ্যা
২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবণে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।
উত্তর- সত্য
Google Search - www.motaleb783.blogspot.com
৩. সংক্ষিপ্ত উত্তর দাও : ২×৪=৮
৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।
উত্তর- ওহমের সূত্রের গাণিতিক রূপ V = IR এখন বিভব-প্রভেদ V কে ভুজ ও ওই সময় পরিবাহী ও তড়িৎ প্রবাহ মাত্রা I কে কোটি ধরে লেখচিত্র অঙ্কন করলে মূলবিন্দুগামী সরলরেখার পাওয়া যায়।

৩.২ ইলেকট্রিক ফিউজ কীভাবে কাজ করে?
উত্তর- বাড়িতে ওয়্যারিং-এর কাজে ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলেও ফিউজ যুক্ত থাকে সর্বদাই বর্তনীর সম্মুখ অংশে লাইভ তারের সঙ্গে শ্রেণি সমবায়ে। ফিউজ তীরের উপাদানের গলনাঙ্ক নিম্নমানের ও রোধাঙ্ক উচ্চমানের হয়। ফলে মাত্রার অতিরিক্ত প্রবাহ হলে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। এর ফলে বাড়ির বাকি উপাদানগুলি সুরক্ষিত থাকে। এই ভাবেই ইলেকট্রিক ফিউজ কাজ করে।
৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V 100W এর অর্থ ব্যাখ্যা করো।
উত্তর- 3.3 বৈদ্যুতিক বাতির গায়ে লেখা আছে ‘220V-100W | বক্তব্যটির তাৎপর্য হল 220V বিভবপার্থক্যযুক্ত সরবরাহ লাইনে বাতিটিকে সংযুক্ত করা হলে সেটি সর্বোচ্চ ঔজ্জ্বল্যসহ জ্বলবে এবং ওই অবস্থায় সেটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি ব্যয় করবে।
৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো।
উত্তর- একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত হল তীব্র তড়িৎ বিশ্লেষ্য: HCl, মৃদু তড়িৎ বিশ্লেষ্য:- CH3COOH
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাওঃ ৩×২ = ৩
৪.১ শক্তির নিত্যতা সূত্ররূপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।
উত্তর- শক্তির নিত্যতা সূত্র হিসেবে লেঞ্জের সূত্র:
আমরা জানি, একটি চুম্বককে কুণ্ডলীর দিকে আনলে বা কুণ্ডলী থেকে দূরে সরালে কুণ্ডলীতে তড়িৎপ্রবাহ হয় কিন্তু উভয়ক্ষেত্রে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ বিপরীত দিকে হয়। তাহলে এটা স্পষ্ট যে আবিষ্ট তড়িৎপ্রবাহ একটি নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট অভিমুখেই হয়।
৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে হলে 50% বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো (Zn = 65.5, O = 16, S = 32, H = 1 )
উত্তর-

No comments:
Post a Comment